এখন পড়ছেন
হোম > রাজ্য > দল চায় কংগ্রেস নেতা, জনগণ চায় বামনেতা – দল ভাঙানোর আজব সমস্যায় শাসকদল

দল চায় কংগ্রেস নেতা, জনগণ চায় বামনেতা – দল ভাঙানোর আজব সমস্যায় শাসকদল

দল চায় কংগ্রেস নেতা, জনগণ চায় বামনেতা – দল ভাঙানোর আজব সমস্যায় শাসকদল। ২০০৮ সালে মালদহের কালিয়াচক ১ নম্বর ব্লকে গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস প্রার্থী সাহাদাদ হোসেনকে পরাস্ত করেছিলেন বামফ্রন্ট প্রার্থী হাজি কেতাবুদ্দিন। বর্তমানে কেতাবুদ্দিন এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক। সাহাদাদ হোসেনও বর্তমানে তৃণমূলের নেতা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

দুই নেতারই একটি আসনে মনোনয়ন জমা দেওয়া নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। এমতাবস্থায় কেতাবুদ্দিন মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। এলাকাবাসীরা জানান, “যদি তৃণমূল কংগ্রেস টিকিট না দেয় তবে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবে হাজি কেতাবুদ্দিন। সাহাদাদ হোসেনের কোন প্রভাব নেই এলাকায়। এলাকার উন্নয়নের জন্য কোনদিন কিছু কাজ করেনি। শুধু তাই নয়, এলাকার শান্তি বজায় রাখতে কোনদিন উদ্যোগী হননি। তাই এলাকার স্বার্থে হাজি কেতাবুদ্দিনকে প্রার্থী করুক তৃণমূল কংগ্রেস।” এ বিষয়ে কেতাবুদ্দিন জানান, “তাদের দাবি জেলা ও রাজ্য নেতৃত্বকে জানাব। দলের নির্দেশ মেনে চলব। তবে এলাকাবাসীর আবেগকে সম্মান জানিয়ে বিষয়টি বিবেচনার জন্য পুনরায় রাজ্য নেতৃত্বকে আবেদন করব। বিগতদিনে এই অঞ্চলে উন্নয়ন করার চেষ্টা করেছি। সাধারন মানুষের পাশে থেকেছি। এলাকার বাসিন্দাদের তাই আবেগ হওয়া স্বাভাবিক।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!