এখন পড়ছেন
হোম > জাতীয় > বঙ্গে ঘুরে দাঁড়াতে মাস্টারস্ট্রোক কংগ্রেসের

বঙ্গে ঘুরে দাঁড়াতে মাস্টারস্ট্রোক কংগ্রেসের

বঙ্গে ঘুরে দাঁড়াতে মাস্টারস্ট্রোক দিলো কংগ্রেস। কংগ্রেস ক্রমশ বঙ্গ থেকে অস্তমিত। কোনো ভাবে একটা রাখা যাচ্ছে না দলের নেতা বিধায়কদের। থিতিয়ে পড়ছে দলের কর্মী সমর্থকরাও। তাই এবার হাল ধরতে নতুন মুখ আনিয়ে দলকে চাঙ্গা করতে মাস্টারস্ট্রোক দিলো রাহুল গান্ধী। তিনি এদিন বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস পর্যবেক্ষক সিপি জোশী -কে বদলে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের পুত্র গৌরব গগৈকে পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক পদে বসানোর সিদ্ধান্ত নিলেন। একটি প্রেস বিবৃতি দিয়ে জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক অশোক গেহলট এই ঘোষণা করেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা গেছে তিনি অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের পুত্র। গত লোকসভা ভোটে কংগ্রেসের প্রতীকে দাঁড়িয়েছিলেন এবং জয়ী হয়েছেন। তিনি অসমের তরুণ সাধারণ সম্পাদক ছিলেন।দলের মধ্যে নতুন নেতা আসায় নেতা কর্মীরা আশার আলো দেখছেন। জানা গেছে যে রাজ্যের পর্যবেক্ষক জোশীকে নিয়ে দলের অন্দরে আগে থেকেই ক্ষোভ ছিল। দলের খোঁজ রাখতেন না বলেও অভিযোগ ছিল সাথে ও অভিযোগ ছিল যে তিনি নাকি নেতাদের ফোন ধরতেন না। তাই রড বদলে খুশি রাজ্য কংগ্রেস নেতৃর্ত্বও। এখন দেখার এই তরুণ তুর্কি কতটা কংগ্রেসকে অক্সিজেন দিতে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!