এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ চোপড়া, পরিস্থিতি সামাল দিতে আসরে বিশাল পুলিশ বাহিনী

কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ চোপড়া, পরিস্থিতি সামাল দিতে আসরে বিশাল পুলিশ বাহিনী

আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আর এরমধ্যেই উত্তর দিনাজপুর জেলার লক্ষীপুর  এলাকায় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দলের মধ্যে হানাহানির ঘটনায় উত্তেজনা ছড়ালো । শনিবার দুই দলের হিংসার ঘটনায় বৈশাখ কর্মকার (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  উল্লেখ্য এদিন চোপড়ার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের জনৈক তৃণমূল কংগ্রেস প্রার্থীর ভাই ও অন্যান্য তৃণমূল কর্মীরা চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের বাড়িতে যাচ্ছিল। এমন সময়  লক্ষ্মীপুর বাজারের কাছে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে গুলি- বোমা ছোড়ে বলে অভিযোগ । গুলির আঘাতে আহত হন দুই তৃণমূল কংগ্রেস কর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। খবর জানতে পেরে ঘটনাস্থলে আসে চোপড়া থানার বিশাল পুলিশবাহিনী।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই ঘটনায় বোমা গুলি চলাকালীন ঘটনাস্থল থেকে পালাতে গিয়ে আতঙ্কে নিহত ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ  লাঠিচার্জ করে ও টিয়ার গ্যাসের সেল ছোঁড়ে। অবশ্য জেলা পুলিশ সুপার শ্যাম সিং এদিনের লাঠি চার্জের ঘটনাকে অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঐ এলাকা পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে। এদিকে চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি অশোক রায় সংবাদমাধ্যমকে বললেন, সুজালি এলাকা থেকে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এদিন তাদের দলের প্রার্থীদের উপর হামলা চালায়। সমস্ত বিরোধীদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেবার জন্য তারা হুঁশিয়ারি দেয় ও চাপ সৃষ্টি করতে থাকে। এমনকি গুলি ও বোমা ছুঁড়ে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরী করে।  যে বাড়িতে প্রথম হামলা করতে আসে সেই বাড়ির সিসি ক্যামেরাতে সব তথ্য রয়েছে। যা পুলিশের হাতে সময়মতো তুলে দেওয়া হবে। অন্যদিকে চোপড়ার তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির বিদায়ী সহ সভাপতি জাকির আবেদীন বললেন, ,এদিন তাদের দলীয় কর্মীরা একটি সভায় যাবার সময় সিপিএম ও কংগ্রেস কর্মীরা তাদের উপর যৌথভাবে হামলা চালায়। বিধায়ক হামিদুল রহমানের বাড়ি যাওয়ার পথে তৃণমূল কর্মীদের উদ্দেশ্য করে বোমা-গুলি ছোড়া হয়। এই ঘটনায় দুজন তৃণমূল কর্মী জখম হয়েছেন। আহত দুই তৃণমূল কর্মীকে এরপরে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!