এখন পড়ছেন
হোম > রাজ্য > কংগ্রেসের অভিযোগে বড়সড় অস্বস্তিতে সংসদ থেকে নেত্রী

কংগ্রেসের অভিযোগে বড়সড় অস্বস্তিতে সংসদ থেকে নেত্রী

কংগ্রেসের অভিযোগে বড়সড় অস্বস্তিতে সংসদ থেকে নেত্রী। একই প্রার্থী জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির আসনে মনোনয়ন জমা দিয়েছেন, যা বেআইনি আর এই নিয়েই BDO-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে কংগ্রেস। জানা গেছে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির আসনে একসাথে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান পঞ্চায়েত প্রধান লগিন দাসের স্ত্রী মনোরমা দাস।আগের বার জেলা পরিষদের ১০ নম্বর আসনে তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছিলেন ও জিতেছিলেন এবারে সেই আসনে টিকিট পান শিপ্রা নিয়োগী পাল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

ফলে মনোরমা দেবী আলাদা করে মনোনয়ন জমা দেন তিনি। কিন্তু বালুরঘাটের সংসদের হস্তক্ষেপে জেলা পরিষদ-এর আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নেন মনোরমাদেবী। কিন্তু তখন কিছু জানা যায়নি যে তিনি পঞ্চায়েত সমিতির ২ নম্বর আসনেও মনোনয়ন জমা দিয়েছিলেন।কিন্তু বিষয়টি জানাজানি হতেই কংগ্রেসের তরফে BDO-র কাছে লিখিত অভিযোগ করা হয়। এই নিয়ে ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস কমিটির সভাপতি সূর্যনাথ পাহান বলেন, “ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় একই ব্যক্তি দুটি আসনে মনোনয়ন দিতে পারেন না। কিন্তু মনোরমা দাস জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির আসনে মনোনয়ন জমা দিয়েছেন। বিষয়টি নিয়ে BDO-র কাছে লিখিত অভিযোগ করেছি।”জানা গেছে যে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বালুরঘাটের BDO সুস্মিতা সুব্বা।ফলে গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে গিয়েও কেন মেটাতে পারছে না তৃণমূল সে প্রশ্ন বার বার উঠছে। আর এই নিয়েই বড়সড় অস্বস্তিতে সংসদ থেকে নেত্রী বলেই মনে করছে ওয়াকিবহলমহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!