এখন পড়ছেন
হোম > রাজ্য > ভোটে জিতে তৃণমূলে যোগ না দেওয়ায় তিন কংগ্রেস নেতাকে গ্রেপ্তারের অভিযোগ

ভোটে জিতে তৃণমূলে যোগ না দেওয়ায় তিন কংগ্রেস নেতাকে গ্রেপ্তারের অভিযোগ

ভোটে জিতে তৃণমূলে যোগ না দেওয়ায় তিন কংগ্রেস নেতাকে গ্রেপ্তারের অভিযোগ। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য জুড়ে সন্ত্রাস চালিয়েছে শাসকদল। ভোটার পরেও সন্ত্রাসের নজির মিললো দক্ষিণ ২৪ পরগণার পাথর প্রতিমা থানার দূর্বাচটি এলাকায়। জানা গেছে ওই এলাকায় তৃণমূলকে হারিয়ে এবার পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছেন কংগ্রেস নেতা দুলাল মণ্ডল সহ তিনজন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

ভোটের ফল প্রকাশের পরই তৃণমূলে যোগ দেওয়া নিয়ে তাদের ওপর চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ। তারা তৃণমূলে যোগ দিতে না চাইলে তাদের পাথর প্রতিমা থানায় তুলে নিয়ে গিয়ে পুলিশের সামনেই তৃণমূলে যোগ দেওয়ার জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করা হয়। এরপরেও তারা তৃণমূলে যোগ দিতে না চাইলে তাদের মিথ্যে অভিযোগে গ্রেপ্তার করা হয়। জানা গেছে ধৃতদের কাকদ্বীপ আদালতে তোলা হয়। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় বেশ উত্তেজনা ছড়িয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস ও স্থানীয় পুলিশ এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!