এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশকে পিছিয়ে দিচ্ছে বিজেপি শাসিত কিছু রাজ্য, বিস্ফোরক অভিযোগ নীতি আয়োগের

দেশকে পিছিয়ে দিচ্ছে বিজেপি শাসিত কিছু রাজ্য, বিস্ফোরক অভিযোগ নীতি আয়োগের

বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, ছত্তিসগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান ও বিহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলো কেন্দ্রীয় সংস্থা নীতি আয়োগ। নীতি আয়োগ সিইও অমিতাভ কান্ত এদিন অভিযোগ করে জানালেন উল্লিখিত ঐসব রাজ্যগুলির সামাজিক পরিকাঠামো , অধিবাসীদের শিক্ষা সংস্কৃতি রাজ্যগুলির উন্নতির পথে অন্তরায়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে আবদুল গফফর খান স্মৃতি বক্তৃতায় ভাষণ দিতে গিয়ে অমিতাভ কান্ত এই অভিযোগ করেছেন। এদিনের বক্তৃতায় নীতি আয়োগের সিইও আরো বললেন ব্যবসা বাণিজ্যের নানা ক্ষেত্রে রাজ্যগুলি অনেক এগিয়ে গেলেও ভারতবর্ষ মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে এখনও অনেকটাই পিছিয়ে রয়েছে। উল্লেখ্য ১৮৮টি দেশের মধ্যে মানব উন্নয়ন সূচকে ভারত ১৩১ নম্বরে রয়েছে। এই প্রসঙ্গে অমিতাভ কান্ত বললেন, দক্ষিণ ভারত এবং পশ্চিম ভারত অত্যন্ত দ্রুততার সাথে উন্নীত হওয়ার জন্যে দেশের সার্বিক উন্নয়ন হলেও বেশ কিছু রাজ্য আছে যারা শুধুমাত্র সামাজিক পরিকাঠামোগত কারণে উন্নয়নের স্পর্শ থেকে বঞ্চিত রয়েছে। মূলতঃ শিক্ষা ও স্বাস্থ্য এই দুই ক্ষেত্রে ভারত পিছিয়ে রয়েছে। প্রাথমিক শ্রেনীতে শিক্ষার্থীদের পড়াশুনার যথেষ্ট ঘাটতি রয়েছে, নিজের মাতৃ ভাষা ঠিক মত পড়তে লিখতে পারেনা একজন প্রাথমিক বিদ্যালয় উত্তীর্ন শিক্ষার্থী। এদেশে সদ্যজাত শিশু মৃত্যুর হার উল্লখেযোগ্য রকম বেশি। এইসব ত্রুটি পূর্ণ ক্ষেত্রে গুলির সংশোধন না করতে পারলে দেশের সার্বিক উন্ন্যন করা কঠিন হবে বলে মনে করা হচ্ছে। এই সব ত্রুটি সংশোধনের জন্যে গত মাসে নীতি আয়োগ একটি নতুন উদ্যোগ নিয়েছে। যার মাধ্যমে দেশের ১০১টি পিছিয়ে পড়া জেলাকে ধরে উন্নত করার চেষ্টা হচ্ছে। একই রাজ্যের বিভিন্ন জেলাগুলি নিজেদের মধ্যে পাস্পরিক প্রতিযোগীতার মাধ্যমে নিজেদের উন্নয়ন ঘটাতে সক্ষম হবে বলে মনে  করা হচ্ছে। 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!