এখন পড়ছেন
হোম > রাজ্য > আদালতে ঝুলে পঞ্চায়েতের ভাগ্য, তবুও বিরোধীদের উপর মনোনয়ন প্রত্যাহারের চাপ

আদালতে ঝুলে পঞ্চায়েতের ভাগ্য, তবুও বিরোধীদের উপর মনোনয়ন প্রত্যাহারের চাপ

আজ আর কিচ্ছুক্ষণের মধ্যেই পঞ্চায়েত নির্বাচনের ভাগ্য নির্ধারিত হতে চলেছে। পাশাপাশি রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে হিংসা ও হানহানির ধারা অব্যাহত। এবার জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের মানুষ হিংসার ঘটনার সাক্ষী হয়ে রইলো। এদিন চেংমারি চা-বাগানে সিপিএম প্রার্থীর উপর দুষ্কৃতি আক্রমনের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এলাকার সিপিএম দলীয় কর্মীদের দাবি অনুসারে শাসক দলের সদস্যরা তাঁদের মনোনীত প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্যে বারবার হুমকি দিচ্ছিলো। এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের দাবি মানতে অসম্মত হয় সিপিএম মনোনীত প্রার্থী। তার পরিণামে এই আক্রমন বলে মনে করা হচ্ছে। এদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গোটা ঘটনাটিতে তাদের ভূমিকা অস্বীকার করে বামেদের অন্তর্দ্বন্দ্ব বলে দাবি করা হচ্ছে। এলাকার স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যাচ্ছে চেংমারি চা-বাগান এলাকায় সিপিএমের তরফ থেকে মনোনয়নপত্র পেশ করেছিলেন কিশোর টোপ্পো। আর তারপর দিনই তাঁর ওপর আক্রমনের অভিযোগ উঠেছে। এলাকার সিপিএম নেতা রামলাল মুর্মু এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে অভিযোগের সুরে বললেন, “প্রথমে তৃণমূলের কর্মীরা মনোনয়ন তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছিল। তা না করাতেই আমাদের প্রার্থী কিশোর টোপ্পোর উপর প্রাণঘাতি হামলা করা হয়েছে।” অন্যদিকে তৃণমূলের নাগরাকাটা ব্লক সভাপতি অমরনাথ ঝা ঐ ঘটনা প্রসঙ্গে সব দায় অস্বীকার করে বললেন, “ওখানে যে ঝামেলা হয়েছে, তা নিজেদের মধ্যে হয়েছে। আমাদের কর্মীরা ওই ঘটনার সাথে যুক্ত নয়।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!