এখন পড়ছেন
হোম > রাজ্য > বিকেল সাড়ে ৪ টেতে কি বদলে যাবে বঙ্গের রাজনৈতিক সমীকরণ? তাকিয়ে সারা বাংলা

বিকেল সাড়ে ৪ টেতে কি বদলে যাবে বঙ্গের রাজনৈতিক সমীকরণ? তাকিয়ে সারা বাংলা

রাজ্যে আসন্ন ত্রিস্তরীয় নির্বাচনের ওপরে হাইকোর্টের স্থগিতাদেশের মেয়াদ আরো একদিন বৃদ্ধি পেয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটের সময় বিচারপতি সুব্রত তালুকদার পঞ্চায়েত নির্বাচন মামলার রায় দান করবেন। উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপেশের সময়সীমা বৃদ্ধির দাবিতে বিজেপি প্রথমে সুপ্রিম কোর্ট এবং পরবর্তীতে হাই কোর্টে একই দাবিতে মামলা দায়ের করে।এই সুযোগে একে একে রাজ্যের কম বেশি সব রাজনৈতিক দলগুলি নিজেদের রাজনৈতিক দাবিতে সরব হয়ে ওঠে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিকে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস সিঙ্গল বেঞ্চের স্থগিতাদেশের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে গিয়ে আরও বড় বিপত্তির সম্মুখীন হয়েছে। কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে আদালতের আইনি ক্ষমতা নিয়ে প্রশ্ন করেছে এই দুই পক্ষ। এতে করে আদালত কর্তৃক এই দুই পক্ষকেই আলাদা করে মানহানীকর অবস্থার সম্মুখীন হতে হবে। কারণ আদালতে এই কদিন সওয়াল জবাবে একথা স্পষ্ট হয়ে গেছে যে রাজ্য নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি পরিচালনার ক্ষেত্রে রাজ্যের শাসকদলের ভূমিকা অনস্বীকার্য। এদিকে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এরমধ্যেই জানিয়েছেন , নতুন করে মনোনয়ন জমা দেওয়ার সময় পেলে তাঁরা সব আসনে প্রার্থী দেবেন। আজ বিকেলে আদালত পঞ্চায়েত নির্বাচনের ভবিষ্যত বিষয়ে কী সিদ্ধান্ত নেয় সেদিকে তাকিয়ে গোটা পশ্চিমবঙ্গবাসী সহ রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!