এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার গরুদের জন্য বিশেষ আন্দোলন বিজেপি শাসিত রাজ্যে

এবার গরুদের জন্য বিশেষ আন্দোলন বিজেপি শাসিত রাজ্যে

ঝাড়খণ্ডে এবার চালু হতে চলেছে অসুস্থ বা দুর্ঘটনা গ্রস্থ গরুদের জন্য অয়াম্বুল্যান্সের ব্যবস্থা। অযাম্বুল্যান্সের পিছনে থাকবে খাঁচার ব্যবস্থা এবং গরু সমেত ওই খাঁচা হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে উঠে যাবে অযাম্বুল্যান্সের ভিতর। অয়াম্বুল্যান্স- এ থাকবেন একজন পশু চিকিৎসক ও দুই জন সহকারী। এদিন ঝাড়খণ্ডের প্রাণিসম্পদ বিকাশ দফতরের ডিরেক্টর বিনোদ কুমার সিংহ জানান, ”অসুস্থ বা দুর্ঘটনাগ্রস্ত গরুকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য আপাতত ১০টি অ্যাম্বুল্যান্স কেনা হচ্ছে। ধীরে ধীরে প্রতিটি জেলা শহরেই গরুর জন্য এই পরিষেবা গড়ে তোলা হবে।”

আরো নতুন খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

ঝাড়খন্ড প্রাদেশিক গোশালা সংঘের যুগ্ম সম্পাদক প্রমোদ সারস্বত বিষয়টিকে সমর্থন জানিয়ে বলেন, ”রাস্তা ভাল হয়ে যাওয়ার পরে দ্রুত গতিতে যানবাহন চলছে। ফলে দুর্ঘটনাও বেড়েছে। মানুষের মতো গরুও দুর্ঘটনার কবলে পড়ছে। এই ব্যবস্থায় অনেক গরুই হয়তো প্রাণে বেঁচে যাবে!” এদিকে বিরোধী দল ঝাড়খন্ড মুক্তি মোর্চার মহাসচিব সুপ্রিয় ভট্টাচার্য এই পরিষেবাকে সমর্থন জানানোর পাশাপাশি কটাক্ষ করে বলেন, ”প্রত্যন্ত গ্রামগুলি থেকে অসুস্থ মানুষদের হাসপাতালে নিয়ে আসার অ্যাম্বুল্যান্স পরিষেবা খুবই খারাপ। হাসপাতালের মাতৃযানগুলিও অনেক সময় খারাপ হয়ে পড়ে থাকে। মানুষের দিকেও সরকার নজর দিক!”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!