এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > কমিশনের কাছে বিচার চেয়ে চরম পদক্ষেপ নিলো বামেরা

কমিশনের কাছে বিচার চেয়ে চরম পদক্ষেপ নিলো বামেরা

পঞ্চায়েত নির্বাচন নিয়ে সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিরোধীরা ,তাদের দাবি তাদেরকে মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হচ্ছে না ,কোথাও আবার মারধর করা হচ্ছে ,রাজ্যে ভাইয়ের পরিবেশ তৈরী করা হয়েছে। এই নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে জানালেও কোনো ব্যাবস্থা নেয়নি তারা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

ফলে বাধ্য হয়ে সুষ্ঠ ও অবাধ নির্বাচনের দাবি তুলে আজ শুক্রবার সরোজিনী নাইডু সরণিতে কমিশনের অফিসের সামনে বিক্ষোভ ও ধর্ণায় বসলেন বাম নেতারা।আছেন বাং সমর্থকরা। এদিন তাদের নেতৃত্ব দিচ্ছেন সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্ত্তী প্রমুখ শীর্ষ বাম নেতৃত্ব।এই নিয়ে বিমানবাবু জানান যে কমিশশিপন শাসকদলের হাতের পুতুল হয়ে গেছেন ,ঠুঁটো জগন্নাথ হয়ে গেছেন। রাজ্যে গণতন্ত্র বলে কিছুই নেই। প্রাথীদের মনোনয়ন তুলতে এবং জমা দিতে বাধা দেওয়া হচ্ছে। আমরা রাজ্যপালকেও অভিযোগ করেছি। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি তাই আজ এইভাবে বিক্ষোভে বসেছি।প্রসঙ্গত, এই একই কারণে বিজেপি নেতা মুকুল রায় বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে রাজ্য নির্বাচন কমিশনার অফিসার সামনে ধারণায় বসেছিলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!