এখন পড়ছেন
হোম > রাজ্য > রঙ্গে ভরা বঙ্গ – বামফ্রন্টের মজিদ মাস্টারের মুখেও এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গুনগান!

রঙ্গে ভরা বঙ্গ – বামফ্রন্টের মজিদ মাস্টারের মুখেও এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গুনগান!

শাসনের একদা শাসক মজিদ মাষ্টার নয় বছর যাবৎ শাসন থেকে নির্বাসিত। এখন তাঁর নিবাস বারাসাতে এক তলা ছোট্ট বাড়িতে। এদিন তাঁর মুখে শোনা গেলো শেষ বার তিনি ২০১৪ সালে শাসনে গিয়েছিলেন ঠিকই কিন্তু এলাকা বাসীরা তাঁকে তাড়া করে এলাকা থেকে বার করে দেন। কয়েক বছর আগে শাসনের মতো অঞ্চলের মুকুটহীন সম্রাট এখন নিজের ভিটে ছেড়ে একতলা এক চিলতে ঘরে থাকাকে নিজের মতন করে বিশ্লেষন করে বললেন, “বিদ্যাসাগরও বঙ্গ ছেড়েছিলেন। যিশু খ্রিষ্টও মারা গিয়েছিলেন। ফলে, আমার বাড়ি থাকা নিয়ে আর কিছু বলার নেই”। একসময়ের তাবড় বাম নেতা বর্তমান রাজনৈতিক কর্মসূচীর প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন , “সদস্যপদ পুনর্নবিকরণ করিনি ।রাজনীতিতে আর থাকার ইচ্ছা নেই। দুঃখ হয়, দল ঠিক পথে চলছে না। আদর্শচ্যুত হচ্ছে দল, তাই আর দলে ফেরা সম্ভব না। সিপিআইএম এখন হাত মিলিয়েছে কংগ্রেসের সঙ্গে। আর এদের সঙ্গে লড়াই করেই সারাটা জীবন কাটিয়ে দিয়েছি। এটা ঠিক নয়।” এ যেন এক আলাদা মানুষ! নিজেই জানালেন, কিছু বইপত্রই এখন তাঁর সঙ্গী। মূলত লেখাপড়া নিয়েই আছেন আজকাল রয়েছেন তিনি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এককালের এই বাম নেতা এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পরিকল্পিত কন্যাশ্রী, সবুজ সাথীর মত প্রকলের ভূয়সী প্রশংসা করলেন। উল্লেখ্য একসময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে শাসনে প্রবেশ করতে বাধা দেন। আজ তিনিই রাজ্যের মুখ্যমন্ত্রী পরিকল্পিত প্রকল্প গুলির প্রশ্নগসা করে বললেন , “এসব প্রকল্পে উপকৃত হচ্ছে সাধারণ মানুষ। তাই ভাল লাগছে। যখন দেখি কন্যাশ্রীর টাকাতে বাচ্চা বাচ্চা মেয়েরা লেখাপড়া করছে, ক্রমশ এগিয়ে যাচ্ছে, তখন খুব ভাল লাগে।” একজন প্রাক্তন বাম নেতার কাছে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসা শুনে খুব স্বাভাবিক ভাবেই মনে প্রশ্ন জাগবে যে প্রশ্নকর্তার উল্টো দিকের মানুষটি-কি তবে দল বদলে ইচ্ছুক! এক্ষেত্রেও সেই অনুমান নির্ভর হয়েই মজিদ মাষ্টার কে প্রশ্ন করা হলো,”কী ব্যাপার বলুন তো, আপনি কি তৃণমূলে যোগ দিতে ইচ্ছুক?” চটজলদি জবাবে মজিদ মাষ্টার জানালেন, ”বয়স হয়ে গেছে, আর রাজনীতি করার ইচ্ছা নেই”। উল্লেখ্য মজিদ মাষ্টার বিহীন শাসন এখনও সন্ত্রাসের কবলে। পঞ্চায়েত ভোটের আবহে মনোনয়ন জমার পর প্রকাশ্য দিনের আলোয় খুন হয়েছেন তৃণমূলের এক নেতা। যে খুন করেছে তাকেও মারা যেতে হয়েছে জনরোষে। এইসব খবর সম্পর্কেও অবগত শাসনের একদা শাসক। সমাজের সবাই চায়, অবাধ্য শাসনে সুশাসন ফিরে আসুক। শান্তি ফিরুক। আর স্বয়ং মজিদ মাস্টারও সুশাসন চাইছেন। একেই বোধ হয় প্রকৃত অর্থে পরিবর্তন বলে।

আজ থেকে প্রিয় বন্ধু বাংলার অফিসিয়াল ফেসবুক আইডি হল – Priyo Bandhu Bengali

আমাদের সব খবর, সমস্ত আপডেট পাওয়া যাবে এখানেই – https://www.facebook.com/pbmediaofficial/

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!