এখন পড়ছেন
হোম > জাতীয় > দলের সভাপতি নির্দোষ, সিপিএম ও কংগ্রেসকে তীব্র আক্রমন করে জানালেন মুখ্যমন্ত্রী

দলের সভাপতি নির্দোষ, সিপিএম ও কংগ্রেসকে তীব্র আক্রমন করে জানালেন মুখ্যমন্ত্রী

লোয়া সোহরাবুদ্দিন শেখ হত্যা মামলায় অভিযুক্ত বিজেপি সভাপতি অমিত শাহকে কালিমালিপ্ত করার চেষ্ট করছে সিপিএম ও কংগ্রেস,এমনটাই অভিযোগ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

২০১৪ এর ডিসেম্বর মাসে বিচারক লোয়া সোহরাবুদ্দিন হত্যা মামলার শুনানিতে অংশগ্রহন করেছিলেন।বিজেপি সভাপতি অমিত শাহ সে সময় মামলায় অভিযুক্ত ছিলেন।সম্প্রতি সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ লোয়ার মৃত্যু নিয়ে ফের তদন্তের জন্য বিশেষ দল গঠনের কথা বললেও পরে তা খারিজ করে দিয়েছে।বিচারক লোয়ার মৃত্যু নাগপুরে এক বিয়ের অনুষ্ঠানে হৃদরোগে হয়েছে এমনটাই তদন্তে জানিয়েছে পুলিশ।এছাড়া সুপ্রিম কোর্ট ঘোষণা করে দিয়েছে লোয়ার মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে।এরপরই অব্যাহতি পেয়েছেন সভাপতি।এরপরই বিপ্লব দেব তীব্র আক্রমণ করেন সিপিএম ও কংগ্রেসকে।অভিযোগ করে বলেন যে,কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও সিপিএম নেতা সীতারাম ইয়ে চুরি অমিত সাহের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন।আসলে তাঁরাই সংসদে এই বিষয়ে কাজে ব্যাঘাতের জন্য দায়ী।সুপ্রিম কোর্ট তো অমিত শাহকে মুক্তি দিয়েই দিয়েছেন।ত্রিপুরার মুখ্যমন্ত্রী এটাও দাবী করেছেন যে এই দুই নেতার সাধারণ মানুষের কাছে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া উচিৎ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!