এখন পড়ছেন
হোম > রাজ্য > হাজার হাজার টাকার ক্রেডিট কার্ড জালিয়াতির শিকার খোদ তৃণমূল হেভিওয়েট নেতা

হাজার হাজার টাকার ক্রেডিট কার্ড জালিয়াতির শিকার খোদ তৃণমূল হেভিওয়েট নেতা

চলতি সপ্তাহে কোচবিহার পুরসভার চেয়ারম্যান ভূষণ সিং একটি উড়ো ফোনের জেরে প্রতারিত হলেন। এই বিষয়টি তাঁর নজরে পড়তেই তিনি দেখেন তাঁর ক্রেডিড কার্ড থেকে ৬৭ হাজার টাকা আত্মসাৎ  করেছে ওই প্রতারক। জানা গেছে বৃস্পতিবার কোচবিহার পুরসভার চেয়ারম্যান একটি বৈঠকে ব্যস্ত থাকা কালীন সময়ে তাঁর মোবাইলে জনৈক প্রতারক ফোন করে তাঁর ক্রেডিট কার্ডটি ব্লক হয়ে গিয়েছে জানায়। এবং কার্ডটি পুনরায় সক্রিয় করতে তাঁর মোবাইলে যাওয়া ওটিপি দিতে হবে। কোনো কিন্তু না ভেবেই ভূষণ বাবু তা দিয়ে দেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

পরে এই বিষয়ে সন্দেহ হতেই প্রথমে তিনি সংশ্লিষ্ট ব্যাঙ্কের সাথে যোগাযোগ করলে জানতে পারেন তাঁর ক্রেডিট কার্ড ব্যবহার করে অল্প সময় আগেই ৬৭ হাজার টাকার কেনাকাটা হয়েছে। সেই মুহূর্তেই তিনি ব্যাঙ্ক কর্মীদের সাহায্যে তাঁর ক্রেডিট কার্ডটি লক করেন  এবং পরবর্তীতে কোচবিহার কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্তের কাজে হাত দিয়ে প্রাথমিক পর্যায়ে অনুমান করছে স্থানীয় পুরসভার চেয়ারম্যান ভূষন বাবুকে ঝাড়খন্ডের একটি নম্বর থেকে এই ফোন করা হয়েছিল । এই ঘটনা প্রসঙ্গে ভূষন বাবু বললেন, ”২০ বছরের বেশি সময় থেকে ক্রেডিট কার্ড ব্যবহার করছি। কিন্তু এরকম ঘটনা আগে কখনও হয়নি আমার সঙ্গে। এই প্রতারণার বিষয়টা আমি জানতাম না। কীভাবে যে আমার সঙ্গে ঘটে গেল তা বুঝতেও পারলাম না। প্রথমে ভেবে ছিলাম এই বিষয়ে কাউকে কিছু বলব না। কিন্তু পরে সিদ্ধান্ত নিলাম বিষয়টি সংবাদ মাধ্যমের জানানোর দরকার। কারণ আমার এই ভুল থেকে শিক্ষা নিয়ে যদি অন্যরা সাবধান হন। তবে প্রতারিতরা এই ধরনের প্রতারনা করার সুযোগ পাবে না। ”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!