এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > চাপ বাড়িয়ে বকেয়া ডিএ নিয়ে এবার চরম পদক্ষেপ নিলো রাজ্য কো-অর্ডিনেশন কমিটি

চাপ বাড়িয়ে বকেয়া ডিএ নিয়ে এবার চরম পদক্ষেপ নিলো রাজ্য কো-অর্ডিনেশন কমিটি


রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ডিএ নিয়ে ক্রমশ ক্ষোভ বাড়ছে । বকেয়া ডিএ না পেলে বড় আন্দোলনে নামার হুমকি দিয়েছে রাজ্য সরকারি কর্মী সংগঠন।আগে ডিএ সহ একাধিক ইস্যুতে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

চিঠি দিয়ে বৈঠক করতে চেয়েছেন তাঁরা কিন্তু তাতেও কাজ হয়নি।মুখ্যমন্ত্রী কোনো কথা শোনেন নি আর এবার তাই রাজ্যের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের ডাক দিতে চলেছেন তারা দাবি রাজ্য কো-অর্ডিনেশন কমিটির। তবে আন্দোলনে যাবার আগে বকেয়া ডিএ, ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট দ্রুত প্রকাশ, শূন্যপদে কর্মী নিয়োগ সহ একাধিক দাবিতে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির দ্বারস্থ হয়েছেন বলে জানা গেছে। যদিও রাজ্যপালের সাথে তাদের দেখা হয় নি কিন্তু আশার কথা ডেপুটি সেক্রেটারি তাদের দাবিপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছেন রাজ্য কো-অর্ডিনেশন কমিটি। প্রসঙ্গত ,কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ’র ফারাক দাঁড়িয়েছে প্রায় ৫০ শতাংশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!