এখন পড়ছেন
হোম > রাজ্য > দার্জিলিংকে উন্নয়নের জন্য কেন্দ্রের ১৩৫ কোটি টাকা, শীঘ্রই আরো ৩৬৫ কোটি টাকা

দার্জিলিংকে উন্নয়নের জন্য কেন্দ্রের ১৩৫ কোটি টাকা, শীঘ্রই আরো ৩৬৫ কোটি টাকা


বুধবার বিকেলে নয়াদিল্লি থেকে জিটিএ-কে উন্নয়নমূলক কাজের জন্য প্রায় ১৩৫ কোটি টাকা দার্জিলিঙের সরকারি কোষাগারে পাঠালো কেন্দ্রীয় সরকার। এদিন জিটিএ-র তত্ত্বাবধায়ক পরিষদের চেয়ারম্যান বিনয় তামাঙ্গ , সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিঙের

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সঙ্গে বৈঠক করতে সিকিম গিয়েছিলেন। কেন্দ্রের অনুমোদিত টাকা পেয়ে বেজায় আনন্দিত বিনয় তামাঙ্গ রাজ্য ও কেন্দ্রকে ধন্যবাদ জানিয়ে বললেন, ”এই দফায় জিটিএ-কে কেন্দ্র দিয়েছে ১৩৪ কোটি ৯৯ লক্ষ টাকা। আজ সিকিম থেকে ফিরেই বরাদ্দের চিঠি পেলাম। পর্যায়ক্রমে আরও ৩৬৫ কোটি টাকা পাওয়ার কথা। আগামী দু’বছরের মধ্যে বরাদ্দ অর্থ খরচ করে পাহাড়ে উন্নয়ন ও কর্মসংস্থানের প্রসার ঘটাতে জিটিএ বদ্ধপরিকর।” বিনয় তামাঙ্গের সহকারী অনীত থাপা বললেন, ”পাহাড়বাসীর লক্ষ্যপূরণে আমরা যে ঠিক পথেই চলেছি, তা ফের একবার প্রমাণ হল।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!