এখন পড়ছেন
হোম > জাতীয় > উন্নয়নের জন্য বাধা দূর করতে কেন্দ্রের সাহায্য প্রার্থনা রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর

উন্নয়নের জন্য বাধা দূর করতে কেন্দ্রের সাহায্য প্রার্থনা রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর

ই এম বাইপাস থেকে দমদম বিমানবন্দর অব্দি একটি উড়ালপুল তৈরির  সিদ্ধান্ত নিয়েছে রাজ্যসরকার। কিন্তু এতে বাদ সাধছে পূর্ব কোলকাতার জলাভূমি। আসলে যে এলাকার উপর দিয়ে এই উড়ালপুলটি তৈরির পরিকল্পনা করা হয়েছে তাঁর মধ্যে পড়ছে ওই জলাভূমিটি। প্রকল্প রূপায়ণ করতে গেলে জলাভূমিটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে  এবং ক্ষতিগ্রস্থ হবে ওখানের মাছগুলো। ফলে নষ্ট হবে পরিবেশের ভারসাম্য। উন্নয়ন করতে গিয়ে পরিবেশের অবনমনের জোরদার আপত্তি জানিয়েছেন পরিবেশমন্ত্রকের শীর্ষ আমলারা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তাই এই সমস্যা থেকে নিস্তার পেতে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী হর্ষবর্ধনকে পরিবেশসংক্রান্ত বাধা দূর করার আর্জি জানিয়ে চিঠি দিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। চিঠিতে তিনি জানিয়েছেন যে,উড়ালপুল তৈরি করার প্রকল্প পরিবেশের ভারসাম্য বজায় রাখার কথা মাথায় রেখেই করা হয়েছে। পরিবেশকে রক্ষা করেই বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ীই ওটাকে তৈরি করা হবে। যুক্তি তিনি বলেছেন যে, প্রায় সাড়ে সাত কিমি দৈর্ঘ্যের ওই উড়ালপুলের ৪৭৫৭ মিটার অর্থাৎ সাড়ে চার কিমির একটু বেশি অংশের আওতায় পড়ছে ওই জলাভূমি। এছাড়া উড়ালপুলের ১৯২ টি স্থম্ভ থাকবে ৩৯০০ হেক্টর জলাভূমির মাত্র ০.০০২৮ % এলাকায়। এমতাবস্থায় কেন্দ্র উড়ালপুল নির্মান প্রকল্প বাস্তবায়নে কী সিদ্ধান্ত নেয় সেদিকেই মুখিয়ে আছে রাজ্যবাসী। এখনো এ ব্যাপারে কেন্দ্রের কোনো পদক্ষেপ নেওয়ার খবর সামনে আসেনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!