এখন পড়ছেন
হোম > রাজ্য > মিথ্যাচার করলে দলীয় কর্মীদের জুতোপেটা করে দলছাড়া করবেন, সাফ জানালেন দিলীপ ঘোষ

মিথ্যাচার করলে দলীয় কর্মীদের জুতোপেটা করে দলছাড়া করবেন, সাফ জানালেন দিলীপ ঘোষ

বিজেপির রাজ্য সভাপতি তাঁর স্বভাবসিদ্ধ বাচন ভঙ্গিতে রাজ্যের শাসকদলকে আক্রমনের ক্ষেত্রে বিখ্যাত। ইদানিং তাঁর আক্রমনের তালিকাভুক্ত হলেন খোদ বিজেপি দলেরই কর্মীরা। এদিন পূর্ব মেদিনীপুরের একটি দলীয় সভায় উপস্থিত হয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি। সেখানে দলীয় সমর্থকদের প্রশ্নের জেরে মেজাজের ওপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন তিনি। উপস্থিত দলীয় কর্মীদের ওপর সেই অসন্তোষ জাহির করেন। উল্লেখ্য পূর্ব মেদিনীপুরের কাঁথির সভায় এলাকার জনগনকে বেশি মাত্রায় হাজির করার লক্ষ্যে মহিলা মোর্চার সভানেত্রী তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের নাম করে প্রচার করা হয়েছিল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

লকেট চট্টোপাধ্যায়ের আসবেন ভেবে ঐ সভায় বিশাল আকারে লোক উপস্থিত হয়। এই সভাতে লকেট চট্টোপাধ্যায় আসবেন এই বিশ্বাসযোগ্যতা তৈরী করতে তাঁর ছবি ও নাম দিয়ে ব্যানার দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সভায় আসেন নি। এই সময় উপস্থিত জনগন ও সমর্থকরা দিলীপ বাবুকে লকেট চট্টোপাধ্যায়ের অনুপস্থিতির কারণ জিজ্ঞাসা করলে দলীয় কর্মীদের এহেন আচরণে ক্ষোভে ফেটে পরেন দিলীপ বাবু। দলীয় কর্মীদের প্রকাশ্য জনসভায় কার্যত সতর্ক করে বললেন,” কেন এই মিথ্যে প্রচার করা হয়েছে? আমাকেই বা কেন মিথ্যে কথা বলা হয়েছে?কে এমন ঘটনা ঘটিয়েছে, তাঁকে দল থেকে সাসপেন্ড করব। জুতোপেটা করে দল থেকে তাড়িয়ে দেব। মনে রাখবেন, বিজেপি একটা ভদ্রলোকের পার্টি। সেখানে মিথ্যাচার চলে না।” উপস্থিত দলীয় সমর্থকদের সামনে দলীয় কর্মীদের কটু কথা বলে পরিস্থিতি সাময়িক আয়ত্ত্বে আনলেও দলীয় কর্মীরা রাজ্য সভাপতি এই আচরণে যারপরনাই অসন্তুষ্ট।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!