এখন পড়ছেন
হোম > রাজ্য > নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে দিলীপ ঘোষের বিরুদ্ধে পুলিশে গেল তৃণমূল, উঠল গ্রেপ্তারির দাবি

নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে দিলীপ ঘোষের বিরুদ্ধে পুলিশে গেল তৃণমূল, উঠল গ্রেপ্তারির দাবি

মনোনয়ন পর্বের উত্তাল আবহে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে।অভিযোগ জানিয়েছেন মেমারি-১ ব্লকের বিডিও বিপুলকুমার মন্ডল মেমারী থানার পুলিশের কাছে। জানা গেছে গত

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

শুক্রবার পূর্ব বর্ধমানে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে বেরিয়ে মেমারির রসুলপুর থেকে পাল্লা পর্যন্ত দলের একটি মিছিলে অংশগ্রহণ করেন তিনি।আর এই মিছিলকে ঘিরেই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ জানিয়েছেন বিপুলবাবু।অভিযোগ পরীক্ষার সময় বিনা অনুমতিতে মাইক বাজিয়ে সভা করেছেন দিলীপবাবু যা নির্বাচনী বিধিভঙ্গের মধ্যে পরে।
ওদিকে পুলিশ ও প্রশাসন সূত্রের খবর বলছে,বিজেপির রাজ্য সভাপতির মিছিলের জন্য প্রশাসনের থেকে অনুমতি নেওয়া হয়েছিলো কিন্তু নেওয়া হয়নি মাইক ব্যবহারের অনুমতি। তৃণমূলই মিছিলে মাইক ব্যবহারের আপত্তি জানায় বিডিওর কাছে আর তারপর বিডিওই বিজেপির বিরুদ্ধে অভিযোগ জানায় পুলিশের কাছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!