এখন পড়ছেন
হোম > রাজ্য > ডিভিশন বেঞ্চে ধাক্কা খেয়েও এবার সিঙ্গল বেঞ্চেই মামলার মান্যতা নিয়ে প্রশ্ন তুলবে তৃণমূল

ডিভিশন বেঞ্চে ধাক্কা খেয়েও এবার সিঙ্গল বেঞ্চেই মামলার মান্যতা নিয়ে প্রশ্ন তুলবে তৃণমূল


পঞ্চায়েত নির্বাচনের মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পুণরায় সিঙ্গল বেঞ্চে ফিরিয়ে দিলো। কিন্তু এই ঘটনায় তৃণমূল কংগ্রেস এখনই সুপ্রিম কোর্টে যাওয়ার পক্ষপাতী নয়।ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়েই সিঙ্গল বেঞ্চে ফের আবেদন করবেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে এদিন কল্যান বাবু সংবাদমাধ্যমকে বললেন, “মামলাটির কোনও মান্যতা নেই।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সেকথা আরও একবার সুব্রত তালুকদারের এজলাসে তুলব আমরা।পঞ্চায়েত মামলা ফের সিঙ্গল বেঞ্চে পাঠিয়েছে হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। এই রায়ের প্রেক্ষিতে সিঙ্গল বেঞ্চে আমরা আবেদন জানাব। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই মামলা আদৌ মেন্টেনেবল কি না তা দেখতে হবে। আমরাও সেই দাবি জানাচ্ছি, আগে দেখা হোক এই মামলা মেন্টেনেবল কি না, সমর্থনযোগ্য কি না।” উল্লেখ্য এদিন হাইকোর্ট নির্দেশ দিয়েছে যত দ্রুত সম্ভব এই মামলার নিষ্পত্তি ঘটাতে হবে। প্রয়োজনে প্রতিদিন শুনানি করতে হবে। এখনও অবধি এই বিষয়ে হাইকোর্টে ১১টি মামলা অমীমাংসিত রয়েছে। তাই সেই মামলার কবল থেকে বেরিয়ে ১ লা মে প্রথম দফার পঞ্চায়েত নির্বাচন করা এখন অসম্ভব হয়ে পড়েছে।একাধিক মামলার জালে জড়িয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচন চরম অনিশ্চয়তার মধ্যে আটকে গেছে। আজ মামলার শুনানির পরে সিঙ্গল বেঞ্চ কী রায় দেয় তার অপেক্ষায় প্রহর গুনছে রাজ্যবাসী সহ রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!