এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান >   দুর্গাপুর তুমি কার? ভোটের অঙ্কে জয়ের ব্যাপারে আশাবাদী ঘাস-পদ্ম দুই শিবিরই

  দুর্গাপুর তুমি কার? ভোটের অঙ্কে জয়ের ব্যাপারে আশাবাদী ঘাস-পদ্ম দুই শিবিরই

ভোটের পর প্রায় 10 দিন কেটে গিয়েছে। কিন্তু ফলাফল নিয়ে প্রবল চিন্তায় রয়েছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরাই। কারা শেষ হাসি হাসবে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে, সেই ব্যাপারে সন্ধ্যে নামার পরই শাসক-বিরোধী সমস্ত রাজনৈতিক দলের দলীয় কার্যালয় চলছে জোর বিশ্লেষণ। লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা ভিত্তিক ফলাফলকে ধরেই হিসেব নিকেশ করতে ব্যস্ত তৃণমূল এবং বিজেপির নেতারা।

পাশাপাশি বাম ভোট কোন দিকে যাবে, নাকি বামেরা নিজেদের ভোট নিজেদের ঝুলিতেই রাখবে, তা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে। প্রসঙ্গত, এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে বিধানসভা রয়েছে তার মধ্যে দক্ষিণ ও বর্ধমান উত্তর, ভাতার, গলসি, মন্তেশ্বর, দূর্গাপুর পুর্ব এবং দুর্গাপুর পশ্চিমের মত বিধানসভাগুলো রয়েছে। ফলে এই বিধানসভা ভিত্তিক ফলাফলের ওপরই নির্ভর থাকতে হচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলিকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, ভোটের আগে থেকেই এই বিধানসভা ধরে ধরে কোন জায়গায় কত লিড হবে তার জন্য টার্গেট বেঁধে দিয়েছে তৃণমূল। তবে সব জায়গায় সেই টার্গেট না মিললেও বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে তারাই জয়ী হবে বলে আত্মবিশ্বাসী দেখা গেছে তৃণমূলের নেতাদের। অন্যদিকে দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম বিধানসভার সিপিএমের একটা বড় ভোটব্যাংকের অংশ বিজেপির দিকে চলে গিয়েছে বলে আশাবাদী গেরুয়া শিবির।

ফলে সেইদিক থেকে দূর্গাপুর পুর্ব ও দুর্গাপুর পশ্চিম বিধানসভা আসন থেকে তাদের প্রার্থী 70 থেকে 80 হাজার ভোটে লিড পাবেন বলে জানিয়ে দিয়েছে পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সভাপতি লক্ষণ ঘড়ুই। এদিকে এই প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত বলেন, “মার্জিন কমলেও বর্ধমান দুর্গাপুর আসনে আমরা যে জিতব, এই ব্যাপারে আমরা 100% নিশ্চিত।” অন্যদিকে পাল্টা এই ব্যাপারে বর্ধমান গ্রামীণ বিজেপি জেলা সভাপতি সন্দীপ নন্দী বলেন, “বর্ধমান দুর্গাপুর আসন নিয়ে আমরা 100 ভাগ আশাবাদী। এবারে অনেক হিসেবনিকেশই উল্টে যাবে।” সব মিলিয়ে দাবি পাল্টা দাবির মাঝে শেষ পর্যন্ত এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র কার দখলে যায়, তা দেখবার জন্য অপেক্ষা করতেই হবে আগামী 23 মে পর্যন্ত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!