এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েত নির্বাচন নিয়ে বড়সড় ঘোষণা লকেট চট্টোপাধ্যায়ের

পঞ্চায়েত নির্বাচন নিয়ে বড়সড় ঘোষণা লকেট চট্টোপাধ্যায়ের

রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে এই মুহূর্তে পঞ্চায়েত নির্বাচন বন্ধ রাখার কথা বললেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। সোমবার নির্বাচন কমিশনের অফিস থেকে বেরিয়ে তিনি সংবাদমাধ্যমকে বললেন, ”যতক্ষণ না সবাই মনোনয়ন জমা দিতে পারছেন, ততক্ষণ ভোট নয়। যাদের মনোনয়নপত্র ছিঁড়ে ফেলা হয়েছে, তাঁদের ফের মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

একই সাথে অন্য এক বিজেপি নেতা শমীক ভট্টাচার্য এদিন বললেন, ”শাসকদলের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করার নাটক করা হচ্ছে। শুধু তাই নয়, একাধিক জায়গায় প্রর্থীদের ভয় দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করানো হয়েছে। মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। কিন্তু বলা হচ্ছে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়। তারাই উলটে নির্বাচন কমিশনারের কাছে নালিশ করছে। শান্তিপূর্ণ ভোটের দাবি করছে। কমিশন আমাদের কথা শুনে কয়েক ঘন্টা সময় চেয়েছে। আমরা সময় দিয়েছি।” প্রসঙ্গত উল্লেখ্য সুপ্রিমকোর্টে এদিন পঞ্চায়েত সংক্রান্ত মামলায় রায় শোনার পরে বিজেপি শিবির অনেকটাই কোনঠাসা। কারণ বিজেপির তরফ থেকে যে যে কারণ গুলিতে বিচার চেয়ে মামলা করা হয়েছিলো সে বিষয়গুলিতে নতুন করে পর্যালোচনার মতো সুপ্রিম কোর্ট অন্তত কিছু দেখেনি একথা স্পষ্ট। তাই এদিন রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে রাজ্য নির্বাচন কমিশনার এ কে সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করে বিজেপির রাজ্য নেতৃত্ব সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন করার দাবি করেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!