এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ‘অবাধ ও শান্তিপূর্ণ’ নির্বাচন করতে রাজ্য সরকারের কাছে নতুন করে প্রস্তাব পাঠালেন কমিশনার

‘অবাধ ও শান্তিপূর্ণ’ নির্বাচন করতে রাজ্য সরকারের কাছে নতুন করে প্রস্তাব পাঠালেন কমিশনার


‘অবাধ ও শান্তিপূর্ণ’ নির্বাচন করতে রাজ্য সরকারের কাছে নতুন করে প্রস্তাব পাঠালেন কমিশনার। রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানা গেছে এখনও অবধি যে ১৭০ জন সরকারী কর্মচারীকে পর্যবেক্ষক হিসেবে পাওয়া গেছে সেটাই যথেষ্ট নয়। রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের জন্যে এখনও কয়েকজন পর্যবেক্ষকের প্রয়োজন আছে। এই ১৭০ জন পর্যবেক্ষকের মধ্যে মাত্র ২০ জনকে নির্বাচনের শেষ দিন থাকতে বলা হয়েছে। এদিকে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে হিংসার ঘটনার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। শুধু তাই নয় বিভিন্ন রাজনৈতিক দলগুলি একে অন্যের বিরুদ্ধে নিয়মিতভাবে রাজ্য নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ পত্র পেশ করছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই পরিস্থিতির দ্রুত নিস্পত্তি করার জন্যে নানা পরিকল্পনা গ্রহণ করছে রাজ্য নির্বাচন কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের জন্যে রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিং শনিবার নজরুল মঞ্চে বৈঠকও করলেন। সূত্রের খবর অনুযাই, ঐ বৈঠকে নির্বাচনের জন্যে দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকদের সাথে নানা বিষয়ে আলোচনা করা হয়। পর্যবেক্ষকদের গাইডলাইন তৈরী সহ নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশও দেওয়া হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে পর্যবেক্ষকদের কাজ শুরুর নির্দেশও এদিনের আলোচনা সভায় দেওয়া হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনার এদিনের বৈঠকে পর্যবেক্ষকদের বললেন পর্যবেক্ষকরা সরকারী আধিকারিক হলেও নির্বাচনের সময় তারা কমিশনের অধীনে কাজ করছেন। সেই কারণে কমিশনের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে তাঁদের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষরা আগামী ৯ই এপ্রিলের মধ্যে যিনি যে এলাকার দায়িত্ব পেয়েছেন সেখানে যেনও পৌঁছে যান সে বিষয়ে সচেতন করা হয়েছে। এবং এ দিন রাজ্য নির্বাচন কমিশনার আরোও বলেছেন ৯ই এপ্রিল যাঁরা মনোনয়নপত্র পেশ করতে পারবেন না, তাঁদের জন্য এসডিও-র অফিসে ব্যবস্থা করে দেওয়ার কাজে যেন পর্যবেক্ষকরা উদ্যোগী হন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!