এখন পড়ছেন
হোম > রাজ্য > নির্বাচন কমিশনারের কথায় কেন্দ্রিয়বাহিনীর ইঙ্গিত, পঞ্চায়েত নির্বাচন নিয়ে জল্পনা চরমে

নির্বাচন কমিশনারের কথায় কেন্দ্রিয়বাহিনীর ইঙ্গিত, পঞ্চায়েত নির্বাচন নিয়ে জল্পনা চরমে


নির্বাচন কমিশনারের কথায় কেন্দ্রিয়বাহিনীর ইঙ্গিত, পঞ্চায়েত নির্বাচন নিয়ে জল্পনা চরমে। নির্বাচন কমিশ ও রাজ্য সরকারের মধ্যে নির্বাচনের নির্ঘন্ট নিয়ে মতবিরোধ ও আইনি জটিলতার কারণে নির্বাচনের নির্ঘন্ট এখনও ঘোষিত হয় নি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী একটি বেসরকারি টিভি চ্যানেলের সাখ্যাত্কারে জানিয়েছেন, ”কমিশন স্বয়ংশাসিত সংস্থা। তারা (কমিশন) কি আমাদের সব কথা শোনেন! শুনলে এত প্রবলেম হত না।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা গেছে রাজ্য সরকারের প্রতিনিধি সৌরভ দাস কমিশনার অমরেন্দ্র কুমার সিংহের সাথে প্রায় ৪০ মিনিট বৈঠক করেন। বৈঠকে তিনি জানান রমজান মাসের আগে রাজ্য সরকার ভোটার নির্ঘন্ট ঠিক করতে চাইছে। কিন্তু এবিষয়ে তাড়াহুড়ো করবেন না বলে জানা গেছে। এদিন বৈঠক সেরে সৌরভবাবু প্রথমে মুখ্যসচিব মলয় দে ও পরে মুখ্যমত্রীর সাথে এবিষয়ে কথা বলেন। এদিন বৈঠকে সৌরভবাবুর কাছে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কমিশনার। এরাজ্যের কয়েকজন জেলাশাসক ও এসপির ভূমিকা নিয়েও অসন্তুষ্ট তিনি। আর তাই কেন্দ্রীয় তলবের কথা জানান তিনি। এমনকি পুলিশের ডিজির সাথেও এদিন ফোনে কথা বলেছেন বলে জানান। এদিকে কোর্টের নির্দেশে নিরাপত্তা বিষয়ক মামলায় যুক্ত সব পক্ষের সাথে আলোচনায় বসতে চলেছেন কমিশনার। এদিন কমিশনার দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে পোলেরহাট-২ গ্রাম পঞ্চায়েত জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির ৯টি মনোনয়নপত্র গ্রহণ করার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচন নিয়ে সংশয় ক্রমশ বাড়ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!