এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েত নির্বাচনে নিয়ম-বিধি প্রায় স্থির করে ফেলল রাজ্য নির্বাচন কমিশন

পঞ্চায়েত নির্বাচনে নিয়ম-বিধি প্রায় স্থির করে ফেলল রাজ্য নির্বাচন কমিশন

পশ্চিমবঙ্গে ‘নোটা’ ভোট বাতিল। প্রার্থী তালিকার কাউকে পছন্দ না হলে সাধারণ মানুষের জন্য ভোট যন্ত্রে আলাদা একটি বোতাম থাকে। পশ্চিমবঙ্গের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এবার বাদ পড়লো ‘নোটা’। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে নির্বাচন কমিশন জানায় রাজ্য সরকার বা অন্যান্য কোনো দোল এই বিষয় কোনো মন্তব্য করলে তারা ভাবনাচিন্তা করে দেখবে। নির্বাচনের দিন ঠিক হওয়ার আগেই নির্বাচন কমিশন দার্জিলিং ছাড়া অন্যান্য জেলা গুলিতে ভোট সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে বলে খবর। এই নির্দেশিকার মাধ্যমে জানানো হয়েছে, নির্দিষ্ট গুদাম থেকে ব্যালট পেপার সংগ্রহ করতে হবে, প্রতিটি বুথে একজন প্রিসাইডিং অফিসার ও ৪ জন পোলিং অফিসার থাকবেন আর ১২০০-এর বেশি ভোটার থাকলে সেখানে একজন অতিরিক্ত অফিসার রাখা হবে। ব্যালট পেপারের নকশা ও ব্যালট বাক্স সংক্রান্ত তথ্যও জানায় হয়েছে এই নির্দেশিকায়। জানা গেছে, ব্যালট পেপারের প্রতিটি প্রতীকই ৩.৫x২.৫ সেন্টিমিটারের মধ্যে রাখা হবে। জেলা পরিষদের জন্য হলুদ, গ্রাম পঞ্চায়েতের জন ক্রিম ও পঞ্চায়েত সমিতির জন্য গোলাপি রঙের ব্যালট পেপার তৈরী করা হচ্ছে বলে সূত্রের খবর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!