এখন পড়ছেন
হোম > রাজ্য > গড়বেতায় শক্তি প্রদর্শন গেরুয়া শিবিরের, প্রার্থী ছিনতাইয়ের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

গড়বেতায় শক্তি প্রদর্শন গেরুয়া শিবিরের, প্রার্থী ছিনতাইয়ের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মেদিনীপুরের গড়বেতার মালিডাঙায় এদিন দেওয়াল লিখনকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে বিজেপি ও তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে। এই ঘটনায় দুপক্ষের মোট ৫ জন আহত হয়েছেন। এ প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা তথা দলের জেলা সহ সভাপতি রাজীব কুণ্ডুর অভিযোগ গতকাল গড়বেতার ৭ নম্বর অঞ্চলের নয়াবসত গ্রাম পঞ্চায়েতের মালিডাঙায় বিজেপি প্রার্থী মনু দাস যখন দেওয়াল লিখছিলেন সেই সময় তৃণমূলের দুষ্কৃতীরা তাঁকে মারধর করে ও গাড়িতে তুলে অপহরণের চেষ্টা করে। বিজেপি কর্মীরা বাধা দিলে তখনকার মতো দুষ্কৃতীরা পালিয়ে যায়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কিন্তু কিছুক্ষন পরে তৃণমূলের বাইক বাহিনী আসে বিজেপি কর্মীদের উপর আক্রমণ করার জন্য।যদিও বিজেপি’র লোকজন বেশি থাকায় তৃণমূলের বাইক বাহিনী কিছু করতে পারেনি।তিনি আরো জানান যে এর আগেও মনু দাসের বাড়িতে হামলা চালানো হয় ও বোমা মারা হয়। পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি।এদিকে জানা গেছে যে মনু দাস সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে ভর্তি। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতা কৌশিক ঘোষ সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান যে তাঁদের দেওয়াল লিখন মুছে বিজেপি কর্মীরা তাঁদের প্রার্থীর নাম লিখছিল। এই খবর পাওয়ার পর তৃণমূলের কর্মীরা তা দেখতে ঘটনাস্থানে যায়। সেই সময় ওখানে আগে থেকে উপস্থিত বহিরাগত বিজেপি কর্মীরা তৃণমূলের কর্মীদের উপর হামলা চালায়। ঘটনায় তাঁদের চারজন কর্মী গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে সিটু মাহালি নামে একজনকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল পাঠানো হয়েছে। এদিকে খবর পেয়ে গড়বেতা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই দলের কর্মীদের তরফ থেকেই একে অন্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!