এখন পড়ছেন
হোম > রাজ্য > গোর্খাল্যাণ্ড আদায়ের দাবিতে কমিটি গঠন

গোর্খাল্যাণ্ড আদায়ের দাবিতে কমিটি গঠন


গত ১৪ই সেপ্টেম্বর দিল্লি তে গোর্খাল্যান্ড আদায়ের দাবীতে গণতান্ত্রিক পদ্ধতিতে আলাপ আলোচনার মাধ্যমে দেশ এর বুদ্ধিজীবী দের এক মঞ্চে নিয়ে আসার কাজ শুরু করেছে ন্যাশনাল গোর্খাল্যান্ড কমিটি । সোমবার শিলিগুড়িতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন এ উপস্থিত ছিলেন কমিটির ভাইস চেয়ারম্যান দার্জিলিং এর প্রাক্তন বিধায়ক ত্রিলোক দেওয়ান, সাধারণ সম্পাদক মণীশ তামাং এবং কমিটির চেয়ারম্যান প্রাক্তন সেনাকর্মী শক্তি গুরুং ।
শক্তি গুরুং বলেন , এই কমিটি এক সপ্তাহ ধরে দার্জিলিং, শিলিগুড়ি , সিকিম ঘুরে সাধারণ মানুষ এর পাশাপাশি মোর্চা, জিএনএলএফ , সিপিআরএম সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলা হয়েছে । প্রয়োজনে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ পদ্ধতিতে দাবিগুলো নিয়ে রাজ্য ও কেন্দ্রের কাছে যাওয়া হবে । প্রয়োজনে বারেবারে আলোচনায় বসা হবে কিন্তু কারোর অসুবিধা না করে । ত্রিকোল দেওয়ান বলেন , নতুন ঐ কমিটি তে গোর্খাদের জাতিসত্ত্বাকে অক্ষুণ্ন রাখতে কাজ করবে যার জানান ইতিমধ্যেেই দেশের বিভিন্ন ক্ষেত্রের ১৮ জন বুদ্ধিজীবীকে নিয়ে কমিটি গড়া হয়েছে এবং আগামী দিনে আরো সাত জনকে কমিটির সাথে যুক্ত করা হবে ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!