এখন পড়ছেন
হোম > রাজ্য > সরকারি কর্মীদের ‘ফাঁকিবাজি’ রুখতে নতুন ‘কড়া’ দাওয়ায় পুরসভায়

সরকারি কর্মীদের ‘ফাঁকিবাজি’ রুখতে নতুন ‘কড়া’ দাওয়ায় পুরসভায়

পশ্চিমবঙ্গের শাসনভার গ্রহণের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সরকারী কর্মচারীদের কর্ম সংস্কৃতির উন্নতি কল্পে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কোথাও কোথাও এটা সুষ্ঠভাবে সম্পাদন করা গেলেও সব সরকারী দফতরে এই ব্যবস্থা প্রয়োগ করে সুফল মেলেনি। কর্মচারীদের নানা ছুতোয় কাজে ফাঁকি দেওয়ার অভ্যাস বহাল আছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই অবস্থা থেকে শান্তিপূর্ণ উপায়ে সুফল পেতে এবার  অফিসেও , অন্যান্য সরকারী দফতরের মতো সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রনাধীন করা হচ্ছে। স্থান বিধাননগর পুরসভা। সম্প্রতি বোর্ড মিটিংয়েও এবিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর যদিও এই পুরসভায় বায়োমেট্রিক মেশিনের সাহায্যে কর্মীদের হাজিরার সময় ও ছুটির সময় নথিভুক্ত হলেও দেখা গেছে যে অনেকেই সকালে হাজিরার সময় অফিসে এসে বায়োমেট্রিক মেশিনের আঙুলের ছাপ দিয়ে ব্যক্তিগত কাজে চলে যাচ্ছেন।ব্যক্তিগত কাজ সেরে বিকেলে অফিসে এসে ফের আঙুলের ছাপ দিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।এই বহু বিচ্ছিন্ন ঘটনার প্রতিকারের জন্যে এবার সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কর্মীদের ওপর নজরদারী রাখতে চলেছে সরকার। এখন এটাই দেখার বিষয় যে সরকারী এই পদক্ষেপ কর্মীচারীদের কতটা তাঁদের কর্তব্যের প্রতি সচেতন করে তোলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!