এখন পড়ছেন
হোম > রাজ্য > প্রায় এক মাস কাজ বন্ধের পর এবার কি কাজের পাহাড়ে ডুবতে চলেছেন সরকারি কর্মীরা?

প্রায় এক মাস কাজ বন্ধের পর এবার কি কাজের পাহাড়ে ডুবতে চলেছেন সরকারি কর্মীরা?

ছুটি ছুটি আর ছুটি। রাজ্যের সরকারি দপ্তরে এবার পুজোর মরসুমের দীর্ঘ দিনের ছুটি শেষে প্রবল কাজের চাপের আশঙ্কা করছেন আধিকারিকরা। প্রসঙ্গত উল্লেখ্য, গত 13 ই অক্টোবর থেকে উৎসবের মরশুমের যে ছুটি শুরু হয়েছিল তা শেষ হবে আগামী 13 ই নভেম্বর। মাঝে দুই একটা দিন অফিস খোলা হয়েছিল ঠিকই, কিন্তু কাজের কাজ হয়নি কিছুই।

কেননা তখন রাজ্যের সমস্ত হেভিওয়েট আধিকারিকদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে প্রশাসনিক বৈঠক চলছিল উত্তরবঙ্গে। ফলে বড় কর্তাদের তেমন ভাবে পাওয়া যায়নি অফিসে, আর যার জেরে অনেক ফাইলের সইও বন্ধ ছিল। অন্যদিকে দুর্গোৎসবের পর “ই-অফিস” ও নাকি কার্যত প্রায় বন্ধই ছিল। যার জেরে অনেককেই অফিসে এসেও ফিরে যেতে হয়েছে।

জানা গেছে, সরকারি ক্যালেন্ডার অনুসারে গত 13 ই অক্টোবর শনিবার থেকে যে ছুটি শুরু হয়েছিল তা শেষ হয় গত 25 অক্টোবর। এদিকে 26 শে অক্টোবর শুক্রবার থাকায় সেদিনও ছুটি নিয়ে শনি,রবি টানা ছুটি কাটিয়ে একেবারে 29 অক্টোবর থেকে অফিস করেছেন অনেকে।

এদিকে 29 অক্টোবর থেকে পাকাপাকিভাবে কর্মচারীরা অফিসে আসলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক দপ্তরের সচিব এবং কর্তারা উত্তরবঙ্গে জেলা সফরে গেলে কার্যত অভিভাবকহীন হয়ে পড়ে নবান্ন। আটকে পরে একাধিক বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ। এদিকে এহেন একটা পরিস্থিতিতে ফের আগামীকাল থেকে 11 ই নভেম্বর পর্যন্ত টানা ছুটি পাবেন সরকারি কর্মচারীরা।

আর এরপর ছটপুজো উপলক্ষে আগামী 13 নভেম্বরও একটি ছুটি দিয়েছে রাজ্য সরকার। কিন্তু এত ছুটিতে তো আদতে পরে চাপ পড়বে সরকারি কর্মচারীদের ওপরই। জানা গেছে, মুখ্যসচিবের অফিসে প্রায় প্রতিদিন 40 থেকে 50 টি ফাইল সইয়ের প্রয়োজন থাকে। কিন্তু বর্তমান সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই মুখ্যসচিবও জেলা সফরে থাকায় ফিরে এসে তার উপরও প্রবল চাপ বাড়তে চলেছে বলে মনে করছে প্রশাসনের একাংশ আধিকারিকরা।

অন্যদিকে প্রায় প্রতিনিয়তই পুলিশের তরফে ফোনে আড়ি পাতার একগুচ্ছ আবেদনে অনুমতি দিতে হয় স্বরাষ্ট্রসচিবকে। ফলে সেই ফাইল সই করতে কতটা সক্ষম হয়েছেন স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য্য তা নিয়েও সংশয়ে রয়েছেন অনেকে। কেননা তিনিও মুখ্যমন্ত্রীর সাথে উত্তরবঙ্গ সফরে ছিলেন।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তবে এই ছুটির জেরে কোন কাজেই খামতি হচ্ছে না বলে মনে করেন রাজ্য প্রশাসনের গুরুত্বপূর্ণ সচিব। তার মতে, উত্তরবঙ্গে থেকে সকলেই কাজ করছেন। গুরুত্বপূর্ণ বিষয় অনেক সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী-মুখ্যসচিব সঙ্গে থাকায় বরংঞ্চ সেই কাজ আরও সহজ হচ্ছে। কিন্তু সচিবের এই দাবির সঙ্গে বাস্তবের ঠিক কতটা মিল রয়েছে তা বোঝা যাবে আগামী ছুটির রেশ কাটার পরই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!