এখন পড়ছেন
হোম > রাজ্য > সরকারি চাকরিতে যোগ্যতা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিলো নবান্ন

সরকারি চাকরিতে যোগ্যতা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিলো নবান্ন

রাজ্যের সরকারী সচিবালয়ে কেরাণী পদে নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক থেকে বৃদ্ধি পেয়ে স্নাতক হতে চলেছে। এক বাংলা সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় খুব শীঘ্রই এই সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে রাজ্য সরকার। ঐ সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে অর্থ দফতরের শীর্ষস্তরের প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই প্রস্তাবটি সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চূড়ান্ত অনুমোদনের জন্যে পেশ করা হয়েছে। তবে নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, সচিবালয়ে চাকরি পাওয়ার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বেড়ে স্নাতক করা হলেও, ডিরেক্টরেট, রিজিওনাল অফিস, বিভিন্ন বোর্ড সহ বাকি রাজ্য সরকারি অফিসে গ্রুপ-সি পদমর্যাদার ক্লার্ক নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নূন্যতম মাধ্যমিকই থাকছে। সচিবালয়ে কেরাণী পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের নূন্যতম যোগ্যতা বৃদ্ধির প্রসঙ্গে জানা গেলও, সচিবালয়ের কর্মীরা সরাসরি গোটা রাজ্যের সার্বিক নীতি-নির্ধারণের কাজে যুক্ত থাকেন, তাই সেখানে উচ্চ মেধাসম্পন্ন প্রার্থী নিয়োগ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য বর্তমানে রাজ্য সচিবালয়ে কেরাণী পদে প্রায় ২২০০ পদ কর্মীহীন রয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!