এখন পড়ছেন
হোম > জাতীয় > সরকারি চাকরিতে এখন থেকে কোনও তোষামোদগিরি চলবে না জানালেন মুখ্যমন্ত্রী

সরকারি চাকরিতে এখন থেকে কোনও তোষামোদগিরি চলবে না জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের সরকারী কর্মচারী নিয়োগ-নীতিতে বড়সড় পরিবর্তন করলো ত্রিপুরা সরকার। সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব জানালেন সরকারী চাকরীতে এখন থেকে কোনো তোষামোদ চলবেনা। একমাত্র যোগ্য প্রার্থীরাই নিজেদের যোগ্যতা প্রমাণ করে প্রশাসনের অংশ হতে পারবেন। উল্লেখ্য ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগেই প্রচার পর্বে বিজেপি জানিয়েছিলো ক্ষমতায় এলে তারা নয়া নিয়োগ নীতি তৈরী করবে। এদিন নয়া নিয়োগ নীতির প্রকরণ করে নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতিকে মাণ্যতা দিলো ত্রিপুরার বিজেপি সরকার।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা গেছে এই নিয়োগ নীতি এরমধ্যেই ত্রিপুরা মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত হয়েছে। রাজ্যের  কৃষি ও পরিবহণ মন্ত্রী প্রণজিত সিংহ রায় অভিযোগ জানিয়ে বললেন, বাম জমানায় যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হতো না। যে কারণে, নিয়োগ-পক্রিয়া পক্ষপাতদুষ্ট ছিল। এদিন তিনি জানালেন এখন থেকে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদের জন্যও লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষার দায়িত্বভার পরিচালনার জন্যে শীঘ্রই পৃথক নিয়োগ প্রতিষ্ঠান গঠন করা হবে। এই প্রসঙ্গে শিক্ষা ও আইনমন্ত্রী রতনলাল নাথ বললেন ,”পূর্বতন বামফ্রন্ট সরকারের নিয়োগ-নীতির খোলনলচে বদলে ফেলা হয়েছে। বলেন, বর্তমান নিয়োগ নীতিকে বাতিল করেছি। নতুন নীতির ফলে সরকারি চাকরি নিয়োগে স্বচ্ছতা আসবে।”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!