এখন পড়ছেন
হোম > রাজ্য > ২০০৯ সালের পর থেকে হলদিয়ায় নো নেগেটিভ, জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী

২০০৯ সালের পর থেকে হলদিয়ায় নো নেগেটিভ, জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী


গত মঙ্গলবার শিল্প শহর হলদিয়ার মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের ধারে তালপুকুরে ”গোকুল” নামক একটি ভোজ্যতেল কারখানার শুভ উদ্বোধন হলো। এদিন রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর সাহচর্যে এই কারখানা আনুষ্ঠানিক ভাবে তার কর্মকান্ড শুরু করলো। এদিনের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী ছাড়াও অভ্যাগতদের তালিকায় ছিলেন সংস্থার অন্যতম কর্মকর্তা ধর্মেন্দ্র রাজপুত, বলবন্দ সিং, হলদিয়া পুরসভার ভাইস চেয়ারম্যান শুধাংশু সেখর মন্ডল, কাউন্সিলার আজগর আলি সহ অন্যান্যরা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কোম্পানী সূত্রে জানা গিয়েছে প্রাথমিকভাবে সংস্থাটি ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এরপরে পরিকল্পনা অনুয়ারী প্রতিদিন ৫০০ টন ভোজ্যতেল প্যাকেজিং হয়ে বাজারে রপ্তানি করা হবে। এবং পরবর্তী সময়ে লক্ষ্যমাত্রা রয়েছে ১৫০ থেকে ২০০ টনের। এদিন কর্মকর্তারা আশ্বাস দিয়ে বললেন কারখানার উৎপাদন শুরু হলে এলাকার বহু মানুষের কর্মসংস্থান হবে। আর অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, ”হলদিয়া এগোচ্ছে। জেলায় যতবার রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছেন ততবার তিনি হলদিয়ায় নতুন নতুন কারখানার উদ্বোধন ঘটিয়ে গিয়েছেন। ২০০৯ সালের পর থেকে হলদিয়ায় নো নেগেটিভ। এলাকার মানুষের কর্মসংস্থানের পাশাপাশি উদ্বাস্তুরাও কাজ পাচ্ছেন। হলদিয়ায় বহু সংস্থাকে তাদের প্রয়োজনীয় জায়গা দিয়েছি। তারা তাদের সম্প্রসারণের কাজ শুরু করেছে সেই সঙ্গে আগামী দিন নতুন নতুন কারখানার বিকাশ ঘটতে চলেছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!