এখন পড়ছেন
হোম > রাজ্য > মুখ্যমন্ত্রীর অঙ্গুলিহেলনেই হাইকোর্টের নির্দেশকে মান্যতা দেওয়া হল না: মুকুল রায়

মুখ্যমন্ত্রীর অঙ্গুলিহেলনেই হাইকোর্টের নির্দেশকে মান্যতা দেওয়া হল না: মুকুল রায়


রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম সমালোচনা করলেন বিজেপি নেতা মুকুল রায়। মনোনয়নপত্র পেশের অতিরিক্ত দিনে মুকুল বাবু বললেন ,”আগে ভোটের নামে প্রহসন হত, এখন মনোনয়নের নামেও প্রহসন চলছে।মুখ্যমন্ত্রীর অঙ্গুলিহেলনেই মনোনয়নের বাড়তি দিনেও হাইকোর্টের নির্দেশকে মান্যতা দেওয়া হল না।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বাংলার গণতন্ত্র ধুলোয় মিশে গেল।” এছাড়াও তিনি বললেন রাজ্য জুড়ে বিজেপির দলীয় কর্মী ও সমর্থকেরা রাজ্যের শাসক দলের হাতে আক্রান্ত হয়েছে। তিনি জানালেন রাজ্যের পুলিশ ও যেখানে নিজেদের ক্ষমতা ও সীমাবদ্ধতা সম্পর্কে ওয়াকিবহাল সেখানে মুখ্যমন্ত্রী অনড় রয়েছেন যে, এই পুলিশ দিয়েই নির্বাচন করা হবে। সাংবাদিক সম্মেলন করে এদিন মুকুল রায় দিলদারের বাবার বক্তব্যের ভিডিও দেখান। তিনি আত্মবিশ্বাসের সাথে বললেন ,” বাংলার সংবাদমাধ্যমকে ধন্যবাদ, তাঁরা দিনভর সমস্ত ঘটনা তুলে ধরেছে। সেই ঘটনা পরম্পরা পর পর দেখালেই স্পষ্ট হয়ে যাবে রাজ্যে কী ধরনের অরাজকতা চলছে। সাংবাদিক সম্মেলনের কোনও প্রয়োজনই হবে না।” তিনি অভিযোগ করে এটাও জানালেন যে রাজ্যের ৩২০টি বিডিও অফিস, ৬২টি মহকুমা শাসকের অফিস দখল করে নেয় শাসকদলের আশ্রিত দুষ্কৃতি’রা। এবং তাঁর নিশ্চিত ধারণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশই এই ঘটনা ঘটেছে।এই সমস্ত অভিযোগ লিখিত আকারে নির্বাচন কমিশনারের কাছে পেশ করবেন বলে জানালেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!