এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতার ধাঁচেই উত্তরবঙ্গকে ‘বড় উপহারের’ পথে মমতা সরকার আরো একধাপ এগোলো

কলকাতার ধাঁচেই উত্তরবঙ্গকে ‘বড় উপহারের’ পথে মমতা সরকার আরো একধাপ এগোলো

কলকাতার ধাঁচেই উত্তরবঙ্গকে ‘বড় উপহারের’ পথে রাজ্য সরকার আরো একধাপ এগোলো। আর সেই মতো ফের চালু হলো ২ বছর আগের বন্ধ হয়ে যাওয়া শিলিগুড়ি গেট তৈরির কাজ। জানা গেছে
গৌতম দেব উন্নয়নমন্ত্রী থাকাকালীন প্রায় ৪ কোটি টাকা খরচ করে চালু হয় শিলিগুড়ি গেট তৈরির কাজ। গেটের দুই স্তম্ভের ওপরের অংশ কাচের হবে, এমনটাই নকশা করা হয় বলে জানা গেছে। কিন্তু তাতে কিছু ত্রূটি থাকার কারণে ২ বছর আগে তা বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরবন্দি হওয়াতে তিনি বর্তমান উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে নকশা সংশোধন করে এই গেট তৈরির কাজ সত্তর চালু করার নির্দেশ দেন। চালু হয়েছে গেট তৈরির কাজ। তবে রাস্তাটি জাতীয় সড়কের অংশ হওয়ায় অত্যন্ত ব্যস্ত থাকে আর তাই দুর্ঘটনা এড়াতে স্তম্ভের মাথায় কাজ চলাকালীন এই রাস্তার বিকল্প রাস্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এদিন শিলিগুড়ির ডিসি সুনীল যাদব জানিয়েছেন, ”গেটের মাথায় কাজের জন্য কোনও ঝুঁকি নেওয়া হবে না। রাতে রাস্তা কাজের সময় বন্ধ থাকবে। মাথার অংশ জোড়া হয়ে গেলেই স্বাভাবিক ভাবে জাতীয় সড়ক রাতে খোলা থাকবে।” সরকারি সূত্রের খবর এদিন প্রযুক্তিগত ত্রূটির কারণে কাজ কিছুক্ষন বন্ধ থাকলেও পরে কাজ শুরু হলে বিকল্প রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়। রাট ১০ টা থেকে ২ টো পর্যন্ত কাজ করার সময় নির্ধারিত হয়েছে বলে জানিয়েছে উত্তরবঙ্গের পুলিশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!