এখন পড়ছেন
হোম > রাজ্য > মদন তামাংয়ের পুত্রের উপর দুষ্কৃতী হামলা, চূড়ান্ত জল্পনা পাহাড়ের রাজনীতিতে

মদন তামাংয়ের পুত্রের উপর দুষ্কৃতী হামলা, চূড়ান্ত জল্পনা পাহাড়ের রাজনীতিতে

পাহাড়ের রাজনীতি বরাবরই খবরের প্রথম পাতা দখল করে নেয়।ভুললে চলবে না ২০১০ সালের কথা।মে মাসে দার্জিলিং এ এক জনসভায় বক্তব্য রাখার সময়  সেইসময়ের গোর্খা লিগের নেতা মদন তমাংকে খুকরির আঘাতে হত্যা করা হয়।অভিযোগ উঠেছিলো মোর্চা নেতা বিমল গুরুঙ্গ,রোশন গিরি সহ আরো অনেকের বিরুদ্ধে।সেই পাহাড়ের রাজনীতি আজ আরো উত্তক্ত মদন তমাং এর ছেলে সংযোগ তমাং এর উপর দুষ্কৃতী হামলার কারণে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সূত্র এর খবর, ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়েই সোমবার রাতে কালিম্পং এী মোটরস্ট্যান্ড এলাকার এক হোটেল থেকে রাতের খাবার খেয়ে ফেরার সময় একটু নীচে নামতেই দেখেন ৫ জন মদ্যপ যুবক নিজেদের ভিতর কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা শুরু করেছে।তা দেখে তিনি দেহরক্ষী কে বিষয়টি সমাধান করতে পাঠালে ওই যুবকরা রক্ষীর উপর হামলা করে এবং পরে সংযোগের উপর চড়াও হয়।এই ঘটনা ঘটে যাওয়ার পর মঙ্গলবার দুপুর অব্দিও কোনো অভিযোগ দায়ের করা হয়নি তমাং দের তরফ থেকে।কালিম্পং এর পুলিশ সুপার  আস্বস্ত করেছেন প্রয়োজনে স্বতঃপ্রণোদিত মামলা করে তদন্ত করা হবে।হঠাৎ হওয়া এই প্রাণ নাশ করা হামলা কেন হল তা নিয়ে তমাং কিন্তু নিরুত্তাপ তাতে সন্দেহ আরো গভীর হচ্ছে।তিনি সমস্ত ঘটনাটিতে “সামাণ্য ঘটনা।তেমন কিছু নয়।’ বলে বিশ্লেষণ করছেন।একথায় স্পষ্ট যে তিনি সমগ্র বিষয়টিকে এড়িয়ে যেতে চাইছেন।সংযোগ তমাংই মদন তমাং বোর্ডের ভাইস চেয়ারম্যান তাই কাজের সুবিধার্থে কালিম্পং এ থাকতে হচ্ছে তাকে যেহেতু বোর্ডের অফিস কালিম্পং এ।পুলিশ সূত্রে খবর যে তারা তমাং এর দেহরক্ষীর কে জেরা করে বিষয়টির শিকড়ে পৌছানোর কথা ভাবছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!