এখন পড়ছেন
হোম > রাজ্য > জল্পনা বাড়িয়ে মনোনয়ন জমা দিলেন সাগর ঘোষের পুত্র হৃদয় ঘোষ

জল্পনা বাড়িয়ে মনোনয়ন জমা দিলেন সাগর ঘোষের পুত্র হৃদয় ঘোষ


জল্পনা বাড়িয়ে মনোনয়ন জমা দিলেন সাগর ঘোষের পুত্র হৃদয় ঘোষ। বীরভূমের পাড়ুই থানা এলাকার কসবা পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন হৃদয় ঘোষ। এদিন তিনি বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন পত্র জমা দেওয়ার পরে হৃদয় বাবু সংবাদমাধ্যমকে বললেন, ”আমি বরাবরই তৃণমূলের ছিলাম। দলের নির্দেশেই আমি মনোনয়নপত্র দাখিল করেছি।” প্রসঙ্গত উল্লেখ্য ২০১৩ সালে গত পঞ্চায়েত নির্বাচনের সময়ে নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনে দাঁড়িয়েছিলন হৃদয় ঘোষের বাবা সাগর ঘোষ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এইসময় বাঁধ নবগ্রামে নিজের বাড়িতেই ভোটের আগে গুলি করে খুন করা হয় সাগর ঘোষকে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তুমুল আলোড়ন হয়। ঐ সময়ে হৃদয় ঘোষ অভিযোগ তুলেছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের উস্কানিমূলক মন্তব্যের জেরেই তাঁর বাবাকে খুন হতে হয় বলে । রাজ্য পুলিশের কর্তব্যে সন্দিগ্ধ হৃদয় বাবু বাবা সাগর ঘোষের হত্যার তদন্তের ভার সিবিআই এর হাতে তুলে দেওয়ার ও অনুরোধ জানিয়েছিলেন রাজ্য সরকারকে। পাশাপাশি তিনি হাইকোর্টের সাথে সুপ্রিম কোর্টেও যান। এরপর ২০১৪ সালে তিনি ‘আমরা আক্রান্ত’ দলের সঙ্গে যন্তরমন্তরের সামনে ধরনায় বসবেন স্থির করে দিল্লীও গিয়েছিলেন।পরে তিনি মামলা প্রত্যাহার করে নেন। ক্রমে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বের প্রিয়পাত্র হয়ে ওঠেন হৃদয় ঘোষ। আর এই ২০১৮ সালের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র ও পেশ করলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!