এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশের রাজনৈতিক পরিবেশ বদলাতে এবার সক্রিয় রাজনীতিতে আইআইটির প্রাক্তনীরা

দেশের রাজনৈতিক পরিবেশ বদলাতে এবার সক্রিয় রাজনীতিতে আইআইটির প্রাক্তনীরা


ভারতের সবকটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বা আইআইটির প্রাক্তন ছাত্ররা তাদের চাকরী থেকে এদিন ইস্তফা দিলো। উদ্দেশ্য একটি রাজনৈতিক দল গঠন করা। যে রাজনৈতিক দল দেশের তফশিলী জাতি, তফশিলী উপজাতি, এবং অন্যান্য অনগ্রসর জাতির অধিকারের দাবিতে লড়াই করবে। আপাততঃ তারা নির্বাচনের কমিশনের অনুমোদনের জন্যে অপেক্ষা করছে। দলের নাম স্থির করা হয়েছে “বহুজন আজাদ পার্টি”।  এদিন ২০১৫ সালের দিল্লী আইআইটি’র স্নাতক নবীন কুমার জানালেন এখনও অবধি মোট ৫০ জন সদস্য বিশিষ্ট তাদের দল। দেশের বিভিন্ন আইআইটি’র প্রাক্তনী’রা মিলে এই দল গঠন করেছে। নির্চবান কমিশনের কাছে অনুমোদনের জন্যে তারা আবেদন ও করেছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন নবীন কুমার ২০১৯ সালের লোকসভা নির্বাচন তাদের লক্ষ্য নয় জানিয়ে বললেন , “আমরা তাড়াতাড়ি কাজ দিতে চাই না। ছোটো ছোটো রাজনৈতিক দলগুলির মতো বড় বড় প্রতিশ্রুতি দিয়ে হেরে যেতে চাই না। ২০২০ সালে বিহার নির্বাচন থেকে আমরা লড়ব। তারপর পরের লোকসভা কেন্দ্রের দিকে তাকাব।” ৫০ জন সদস্য সম্বলিত বহুজন আজাদ পার্টি দলের সদস্যরা সকলেই মূলতঃ তফশিলী জাতি, তফশিলী উপজাতি, এবং অন্যান্য অনগ্রসর জাতির সদস্য। তাদের অভিযোগ শিক্ষা ও চাকরির ক্ষেত্রে পিছিয়ে পড়া জাতিগুলো প্রয়োজন মতো সুযোগ সুবিধা পায় না। বি আর আম্বেদকর, নেতাজি সুভাষ চন্দ্র বোস ও এ পি জে আবদুল কালাম প্রমুখ স্মরনীয় ব্যক্তিত্বদের ছবি সহযোগে তাঁরা তাদের দলীয় পোস্টার প্রস্তুত করেছে। দলের কার্যপরিকল্পনা সম্পর্কে  নবীন কুমার জানালেন , নির্বাচন কমিশনের কাছে তাদের আবেদন গ্রাহ্য হয়ে গেলে দল তার টার্গেট গ্রুপ নির্দিষ্ট করে কাজ শুরু করে দেবে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!