এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > শিল্পায়নের লক্ষ্যে আগামীকাল চীন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শিল্পায়নের লক্ষ্যে আগামীকাল চীন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শিল্পায়নের লক্ষ্যে এবার চীন সফরকেই পাখির চোখ করলেন বঙ্গের মুখ্যমন্ত্রী। ভারত সরকারের প্রতিনিধি হয়ে আগামী শুক্রবারই চীনের পথে উড়বেন নেত্রী। প্রথমেই পা রাখবেন বেজিং এ। সাইহাইতে যাবেন তারপর। বেশ কয়েকটি বানিজ্যিক ও উৎপাদনকারী সংস্থার সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন তিনি। মুখ্যমন্ত্রীর এই সফরকে নিয়ে অধীর আগ্রহে রয়েছে চীন সরকার। এমনটাই জানিয়েছিলেন কোলকাতার চিনা কনসাল জেনারেল মা ঝানয়ু। জানা গেছে শুধু বানিজ্যিক সংস্থার সঙ্গে বৈঠক নয়,মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন চীনের প্রাদেশিক নেতারাও। চীনসফরে নেত্রীর সঙ্গে থাকছেন দিল্লি ও রাজ্যের বেশ কয়েকজন প্রশাসনিক আমলারা এবং বাংলার কয়েকজন স্বনামধন্য সংস্থার শিল্পপতি। ৩০ জুন কোলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উল্লেখ্য, এ বছরেরই শুরুর দিকে বিশ্ব বঙ্গ বানিজ্য সম্মেলন বসেছিলো নিউটাউনের বিজনেস কনভেনশন সেন্টারে। সেখানে যোগ দিয়েছিলো আমেরিকা,পোল্যান্ড,জার্মানি,চীন সহ মোট ৩২ দেশের শিল্প-বাণিজ্য আধিকারিকরা। প্রায় ২ লক্ষ টাকা বিনিয়োগের প্রস্তাবও উঠেছিলো ওই সম্মেলন থেকে। চীনের বানিজ্য প্রতিনিধিদলটি বঙ্গের পরিকাঠামো, বিদ্যুৎ এবং শিল্পের অন্যান্য ক্ষেত্রেও বিশেষ সম্ভাবনার আগ্রহ দেখায়। এছাড়াও এই সম্মেলনের আগে কানমিংয়ের মেয়র লি ওয়েনরং দিল্লিতে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। লি সেইসময়ই চীনসফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন নেত্রীকে।

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

ইউনানের কানমিং এবং কোলকাতা নাকি ‘যমজ বোন’ এর মতো। এমনটাই জানিয়েছিলেন তিনি। তাই সেই সুসম্পর্ককেই কাজে লাগিয়ে হাতে হাত বেঁধে রাজ্যের উৎপাদন শিল্পে বিপ্লব আনার পথ প্রস্তুত করতে চীন সফরে যাচ্ছেন নেত্রী। এর ফলে একাধিক বেকার ছেলেমেয়ের কর্মসংস্থান হতে চলেছে। আপাতত মুখ্যমন্ত্রীর চীনসফর নিয়ে রাজ্য রাজনীতিতে বেশ উত্তেজনা ছড়িয়েছে বলেই জানা যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!