এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েতের মাঝে গোষ্ঠীদ্বন্দ্ব ও লড়াই থামাতে তৃণমূল বিধায়কের অভিনব মিছিল

পঞ্চায়েতের মাঝে গোষ্ঠীদ্বন্দ্ব ও লড়াই থামাতে তৃণমূল বিধায়কের অভিনব মিছিল


পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর থেকেই বিচ্ছিন্নভাবে সন্ত্রাস চলছে রাজ্য জুড়ে। রাজ্যের এত গুলি জেলার মধ্যে বাদ পরেনি কোনো জেলাই যেখানে কোনো হিংসার ঘটনা নেই। সেইরকমই হুগলী জেলার জাঙ্গিপাড়ার জঙ্গলসুফিতে তৃনমূলের পার্টি অফিস ভাঙচুর ও আগুন লাগান হয় । শনিবার গভীর রাতে দুষ্কৃতিরা ভাঙচুর ও লুটপাট চালায়। যদিও শাসকদলের একাংশ অনুমান করছে জাঙ্গীপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল ও জেলার সভাপতি গোষ্ঠীর লড়াই এর ভূমিকা রয়েছে এই গোলমালের পিছনে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এলাকার বিধায়ক বনাম সভাপতির লড়াই দীর্ঘ দিনের। এর আগেও বেশ কয়েকবার তাদের মধ্যে গোষ্ঠী সংঘর্ষের ঘটনার সাক্ষী হয়েছে এলাকাবাসী। এদিন জাঙ্গিপাড়ার জঙ্গলসুফিতে তৃনমূলের পার্টি অফিস ভাঙচুর ও আগুন লাগান হয় ।  এছাড়া বেশ কয়েকটা তাজা বোমা ও গুলি উদ্ধার করা হয়েছে স্থানীয় এলাকা থেকে। এই ঘটনার পরে এলাকার শান্তি বজায় রাখতে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে শাসক দলের এই গন্ডগোল দেখে বিরোধী বিজেপি নেতৃত্ব সুযোগ পেয়ে কটুক্তি করে বলছে ‘নিজেদের ঘর আটকাতে পারে না আমাদের আটকাবে।’ এত কিছুর পরেও অবশ্য বিধায়ক প্রবীর ঘোষাল কোন্ননগরে নবগ্রাম পঞ্চায়েত এলাকায় এক শান্তি মিছিলের আয়োজন করেন । মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী ,নির্দল প্রার্থী সকলেই। সব মিলিয়ে মিছিলে মানুষের উপস্থিতি মন্দ ছিলো না। যে কোনো ভাবে হিংসা বন্ধ করাই ছিলো এই মিছিলের একমাত্র উদ্দেশ্য। এই প্রসঙ্গে প্রবীর বাবু বললেন,” বিরোধীরা যেভাবে সন্ত্রাস করছে এটা ঠিক না। সন্ত্রাস করে ভোটে জেতা যায় না।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!