এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > বিদেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপনে জাতীয় রাজনীতিতে গুরুত্ত্ববৃদ্ধি মুখ্যমন্ত্রীর

বিদেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপনে জাতীয় রাজনীতিতে গুরুত্ত্ববৃদ্ধি মুখ্যমন্ত্রীর


আগামী কয়েকদিনের মধ্যেই তিস্তার জল বন্টন বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করবে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা নিয়ে বাংলাদেশ থেকে কলকাতায় এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করবেন আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ও সেদেশের সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দিল্লীতে আওয়ামি লিগের প্রতিনিধি দলের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র সাথে বৈঠকের পরে এইরকম তথ্যই প্রকাশ্য এসেছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের আপত্তির কারণেই তিস্তার জল বন্টন বিতর্ক এখনও অসীমাংসীত রয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই বিষয়ের দ্রুত নিস্পত্তি চায় বাংলাদেশ সরকারদিল্লি সফররত আওয়ামি লিগের প্রতিনিধি দলের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে শীঘ্রই কলকাতা সফর হবে। তিস্তুার বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে কথা বলার পাশাপাশি আলাদা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলতে চায় বাংলাদেশ সরকার। কারণ বাংলাদেশ সরকারের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনার মাধ্যমেই বিষয়টির দ্রুত মীমাংসা সম্ভব হবে। উল্লেখ্য চলতি বছরে বাংলাদেশে সাধারণ নির্বাচন। ক্ষমতায় টিকে থাকতে গেলে আওয়ামী লীগকে তাই যে কোনও উপায়ে তিস্তা জল বন্টন সমস্যার সুষ্ঠ সমাধান করতে হবে। তাই সাফল্যের পথে যে কোনো পদক্ষেপ নেওয়ার জন্যে প্রস্তুত দেশের প্রধানমন্ত্রী তথা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র নেতৃত্বাধীন আওয়ামী লীগের সদস্যরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!