এখন পড়ছেন
হোম > রাজ্য > ইসলামপুর কান্ডের ক্ষোভ প্রশমনে এবার আসরে স্বয়ং পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী

ইসলামপুর কান্ডের ক্ষোভ প্রশমনে এবার আসরে স্বয়ং পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী

গন্ডগোলের দিন পেরিয়ে গেলেও দাঁড়িভিট নিয়ে রাজ্য রাজনীতিতে যেন তরজা থামছে না কিছুতেই।এবার এই দাড়িভিটেই সভা করতে চলেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। কিন্তু হঠাৎ তৃণমূলের এই হেভিওয়েট নেতার সভার উদ্দেশ্যই বা কি তা নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র জল্পনা।

একাংশের মতে গত কুড়ি সেপ্টেম্বর শিক্ষক এর দাবিতে এই দারিভিট স্কুলের ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করলে সেখানে পুলিশ বনাম ছাত্র ছাত্রীদের এই আন্দোলনে নিহত হন গ্রামের দুই ছাত্র তাপস বর্মন এবং রাজেশ সরকার। আর এরপর থেকেই এই দুই ছাত্রের মৃত্যুর ঘটনা নিয়ে সরকারের বিরুদ্ধে তোপ ডেকে মাঠে নেমে পড়ে বিরোধী দলগুলো। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে তাপস এবং রাজেশের। চাই উপযুক্ত সিবিআই তদন্ত-এই দাবি তুলতে শুরু করে গেরুয়া শিবির। এমনকি দাড়ি ভিটের এই গন্ডগোলে নিহত ছাত্রের পরিবারের পাশে দাঁড়াতে গত 6 অক্টোবর ইসলামপুরের কোর্ট মাঠে একটি সভাও করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো  করুন এই লিঙ্কেখবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক

এমনকি এই সভায় নিহত দুই ছাত্রের পরিবারের সদস্যদের হাজির করিয়েও চমক দেয় গেরুয়া শিবির। আর তারপর থেকেই দারিভিটে এইভাবে কোন রাজনৈতিক সমাবেশ দেখা না গেলেও এবার সেইখানেই সভা করার প্রস্তুতি নিচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর আগামী 27 শে অক্টোবর ইসলামপুরে জনসভা করবে তৃণমূল যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা উত্তর দিনাজপুর জেলার তৃণমূল পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। আর এই খানেই অনেকের মনেই জল্পনা তৈরি হয়েছে যে তাহলে কি বিজেপির গত 6 অক্টোবর এর পাল্টা সভা করতেই এখানে আসছেন শুভেন্দু বাবু? তবে এই সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা এদিন এ প্রসঙ্গে ইসলামপুরের তৃণমূল বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল বলেন;” 27 শে অক্টোবর ইসলামপুরের কোর্ট মাঠে শুভেন্দু অধিকারী জনসভা করবেন তা আগামী লোকসভা নির্বাচনকে ঘিরেই।” তবে ইন শুভেন্দু অধিকারীর এই সভায় লোকসভা নির্বাচনের পাশাপাশি যে দাড়িভিট ইসুও সমান ভাবে উঠে আসবে তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অমল আচার্য। সব মিলিয়ে এবার দাড়িভিট ইস্যুতেও বিজেপি বিরোধীতাকে কাজে লাগাতে চাইছে বঙ্গের শাসক দল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!