এখন পড়ছেন
হোম > রাজ্য > দলনেত্রীরও এরকম ভুল হয়! অজানা ‘জগন্নাথের’ খোঁজে দিশেহারা তৃণমূল

দলনেত্রীরও এরকম ভুল হয়! অজানা ‘জগন্নাথের’ খোঁজে দিশেহারা তৃণমূল


গত বৃহস্পতিবার মেদিনীপুরের পুলিশ লাইনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। তৃণমূল নেত্রী ঐ বৈঠকে অন্য সকলের সাথে জগন্নাথ নামক জনৈক ব্যক্তিকে মেদিনীপুরে দলের তত্ত্বাবধানের দায়িত্ব দেন। কিন্তু বহু খোঁজ খবর করেও জেলায় ঐ নামক কোনো দলীয় নেতা কর্মীর সন্ধান পাওয়া যাচ্ছেনা। এই বছর মেদিনীপুরের পুর নির্বাচনের আগে দলীয় সংগঠন মজবুত করতে বিশেষ তৎপরতা দেখাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বৃহস্পতিবারের প্রশাসনিক বৈঠকে মেদিনীপুরের প্রবীণ বিধায়ক মৃগেন মাইতি অসুস্থতার কথা উল্লেখ করে নেত্রী তাঁর দলীয় কর্মীদের উদ্দেশ্যে বললেন, “দীনেন, তুমি একটু মেদিনীপুরটাও নজর দাও। মৃগেনদা যেহেতু অসুস্থ। তুমি, নান্টি, পাপাই, জগন্নাথ মিলে একটা টিম করো। ভাল করে দেখে নাও।” এই বক্তব্যে উল্লিখিত নামগুলির মধ্যে দীনেন রায় খড়্গপুর গ্রামীণের বিধায়ক। নান্টি ওরফে আশিস চক্রবর্তী গড়বেতার বিধায়ক ও দলের মেদিনীপুর শহর সভাপতি। পাপাই ওরফে স্নেহাশিস ভৌমিক দলের জেলা সম্পাদক। স্বাভাবিকভাবেই এখানে প্রশ্ন উঠছে জগন্নাথ নামধারী জনৈক চরিত্রকে নিয়ে। সূত্রের খবর অনুসারে শুধু এলাকা নয় গোটা জেলাতেই জগ্ননাথ নামধারী কোনো দলীয় কর্মী নেই। এই প্রসঙ্গে জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি জানালেন , “ওই নামে মেদিনীপুরে দলের কেউ নেই।” দলের শহর সভাপতি আশিসবাবুর কথায়, “ওই নামের কাউকে চিনি না।” এদিকে গত শুক্রবার মেদিনীপুরের এক তৃণমূল নেতা নিজের বক্তব্যে জানালেন, ” আমার পাড়ায় জগন্নাথ নামে এক কর্মী রয়েছে বলে শুনেছি! কিন্তু সে তো বুথের কর্মী। তার নাম তো নেত্রীর জানার কথা নয়! কোনও দিন নেতাও হয়নি! নেত্রী কোথাও বোধহয় নেত্রী একটা ভুল করে ফেলেছেন!” মেদিনীপুরের এক তৃণমূল নেতার কথায়, “ওঁর (জগন্নাথ) খোঁজ না- পাওয়া গেলে তো টিমটাই হবে না! বৈঠক তো দূরের কথা!” এই মুহূর্তে জেলার দলীয় কর্মীরা তৃণমূল কংগ্রেস দলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সির নির্দেশের অপেক্ষা করছেন। সুব্রত বাবু এই বিষয়ে কী সিদ্ধান্ত নেন সেটার দিকেই চোখ রেখে চলেছে মেদিনীপুর জেলার দলীয় কর্মী সহ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!