এখন পড়ছেন
হোম > রাজ্য > জঙ্গলমহলের হাসি ফিরিয়ে দিতে আসরে এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

জঙ্গলমহলের হাসি ফিরিয়ে দিতে আসরে এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


রাজ্যের বহু বিতর্কিত নির্বাচন কেন্দ্র পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে সদ্য সমাপ্ত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ফলাফল ভালো হয়নি। জানা যাচ্ছে এই ফলাফল বিপর্যয়ের কারণ খতিতে দেখতে মে মাসের শেষ সপ্তাহে অথবা জুন মাসের প্রথম সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়্গ্রাম সফরের সম্ভবনা রয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস দলের ঝাড়গ্রাম জেলা সভাপতি অজিত মাইতি বললেন, ”মুখ্যমন্ত্রী প্রশাসনিক সফরে ঝাড়গ্রামে আসবেন শুনেছি। তবে দিন ক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।” যদিও প্রশাসনিক মহলের একাংশের দাবি  মুখ্যমন্ত্রী তিন মাস অন্তর জেলায় পর্যালোচনা বৈঠক করেন। সেই হিসেবে গত ফেব্রুয়ারিতে ঝাড়গ্রাম সফরের পরে মে মাসের শেষে বা জুনের শুরুতে তাঁর এমনিতেই ঝাড়গ্রামে আসার কথা। আবার তৃণমূল কংগ্রেস সূত্রে সংশ্লিষ্ট অঞ্চলে মুখ্যমন্ত্রীর কিছু নয়া পরিকল্পনার ইঙ্গিত ও পাওয়া গেছে। এই প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অজিতবাবু ব্লেলন, ”আদিবাসীরা আমাদের সঙ্গেই আছেন। স্থানীয় নেতৃত্বের কারণে এবং বিজেপির গুন্ডামি ও টাকার খেলায় পঞ্চায়েত স্তরে কোথাও কোথাও সাময়িক বিপর্যয় হয়েছে। পর্যালোচনা চলছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!