এখন পড়ছেন
হোম > রাজ্য > জঙ্গলমহলে বাঘের মৃত্যু নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর

জঙ্গলমহলে বাঘের মৃত্যু নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর


জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের মৃত্যুর ঘটনায় বাংলার আদিবাসীদের অপমান করেছেন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী। এমন অভিযোগ আনলেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী বাঘের মৃত্যু প্রসঙ্গে বলেছিলেন আদিবাসীরা চোরাকারবারি। আদিবাসীরা শিকার করে। এখন রাজ্যের মুখ্যমন্ত্রী এদিন দাবি জানালেন রাজ্যের অনগ্রসর জনজাতির সম্পর্কে এমন অপমানজনক মন্তব্যের জন্যে কেন্দ্রীয় মন্ত্রীর উচিত আদিবাসীদের কাছে ক্ষমা চাওয়া।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যের তীব্র ধীক্কার জানিয়ে বললেন,”এঁদের মতো লোক যদি মন্ত্রিসভায় থাকে, তাহলে তো সরকারেরই বিপদ।আদিবাসী ভাই বোনেরা দেশের সম্পদ।এরকম চলতে থাকলে আগামী দিনে বিপদ বাড়বে দেশে।” এই প্রসঙ্গে তিনি আরও বলেছেন,প্রশাসনের তরফ থেকে ড্রোন দিয়ে বাঘ খোঁজার চেষ্টা হয়েছে। কিন্তু খুঁজে পাওয়া যায়নি।ওখানকার আদিবাসী ভাইবোন-সহ স্থানীয় বাসিন্দারা দেড় মাসের ওপর ভাল ভাবে ঘুমোতে পারেননি। অনেকে আবার নিজের ঘর-বাড়ি ছেড়ে এদিক-ওদিক ঘুরে বেরিয়েছেন। অনেকে জীবনধারণের কাজটাও বাতিল করে দিয়েছিলেন। কেননা অনেকেই জঙ্গল থেকে কেন্দুপাতা তুলে জীবিকা নির্বাহ করেন। বাঘের আক্রমণে আাহত হয়ে দুজন এখনও হাসপাতালে ভর্তি আছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এইসব কিছুতে দৃষ্টি নিক্ষেপ কেন্দ্রীয় মন্ত্রীর এহেন মন্তব্যে প্রবল অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী জানালেন আদিবাসী বিরোধী মন্তব্যের জন্য, কেন্দ্রীয় মন্ত্রীর উচিত দেশের কাছে ক্ষমা চাওয়া।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!