এখন পড়ছেন
হোম > রাজ্য > কৈলাশকে সিআইডির ‘গোপন’ জেরা, বিস্ফোরক দলের সঙ্গে সম্পর্ক না থাকা প্রাক্তন নেতা

কৈলাশকে সিআইডির ‘গোপন’ জেরা, বিস্ফোরক দলের সঙ্গে সম্পর্ক না থাকা প্রাক্তন নেতা

গত বছর জলপাইগুড়ি শিশু পাচার কাণ্ডে রাজ্য জুড়ে উত্তেজনা ছড়ায়। শিশু পাচার চক্রে অভিযুক্ত চন্দনা চক্রবর্তী, তার সহযোগী সোনালী মন্ডল, বিজেপি নেত্রী জুহি চৌধুরী, চন্দনার ভাই সহ আরো পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ। জুহি গ্রেফতারের পরেই ঘটনার সাথে নাম জড়ায় বিজেপির মহিলা মোর্চার তৎকালীন সভানেত্রী, সাংসদ রুপা গঙ্গোপাধ্যায় ও রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়র। দল থেকে বহিষ্কার করা হয় জুহি ও তার বাবা রবীন্দ্রনারায়ণ চৌধুরীকে। গোয়েন্দা দফতর কলকাতায় আগে রূপা গাঙ্গুলিকে জেরা করেন। এদিন ইন্দোরে কৈলাশ বিজয়বর্গীয়কে জেরা করে বলে জানা গেছে। তবে এই প্রসঙ্গটি অস্বীকার করে কৈলাশবাবু,এমনটাই সূত্রের খবর। এদিকে দলের সাথে সম্পর্ক না থাকলেও বিজেপির প্রাক্তন সভাপতি রবীন্দ্রনারায়ণবাবু অভিযোগের সহিত জানান, ”পুলিশ সব জানে। তারপরও একটা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যে আচরণ করছে, তা ঠিক হচ্ছে না।” নিজের মেয়ের প্রসঙ্গ টেনে এনে তিনি ক্ষোভের সাথে বলেন, ”নির্দোষ একটি মেয়েকে ফাঁসিয়ে জেলে পুড়ে রেখেছে ওরা। তবে আমি চাই আইন আইনের পথেই চলুক।” সূত্রের খবর এদিন বিজেপির উত্তরবঙ্গের আহ্বায়ক দীপেন প্রামানিক জানান, ”সিআইডির জিজ্ঞাসাবাদের বিষয়টি আমি জানি না। কৈলাসজির সঙ্গে আগে কথা বলব, তারপরেই যা বলার বলব।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!