এখন পড়ছেন
হোম > রাজ্য > কালবৈশাখীর তান্ডবে ক্ষয়ক্ষতি মেরামতে বড়সড় সিদ্ধান্ত ঘোষণা রাজ্য সরকারের

কালবৈশাখীর তান্ডবে ক্ষয়ক্ষতি মেরামতে বড়সড় সিদ্ধান্ত ঘোষণা রাজ্য সরকারের

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক রাতের জোড়া কালবৈশাখী’র দাপটে ১৪ জনের প্রাণহানির ঘটনা ঘটলো। প্রাকৃতিক এই দুর্যোগের ফলে গোটা দক্ষিণবঙ্গের জেলা গুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্য সরকার  ক্ষতিপূরণের আশ্বাস দিলেও কোড অফ কন্ডাক্টের জেরে তা সরকারিভাবে ঘোষণা করা হচ্ছে না। নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারের পাশে থাকবে রাজ্যের তৃণমূল সরকার।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা গেছে এদিনের দুর্যোগে মৃতদের পরিবারকে দু-লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি রাজ্য সরকার ঝড়ের প্রকোপে যে সমস্ত ঘরবাড়ি ভেঙ্গেছে সেইসব বাড়িও মেরামত করে দেবে বলে জানিয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর প্রথমের ঝড়টির বেগ ছিল ঘন্টায় প্রায় ৮৪ কিমি। আর পরেরটি প্রায় ৯৮ কিমি। শহররে বিভিন্ন জায়গায় ভেঙে পড়ে বহু গাছ। ভেঙে পড়ে বিদ্যুতের বাতিস্তম্ভ। গাছ চাপা পড়ে যায় বহু গাড়ি।পুরসভার কর্মীরা এদিন রাতেই রাস্তা থেকে গাছ সরানোর কাজ শুরু করেন । মৃতদের মধ্যে অনেকেই গাছ পড়ে, বাড়ি ভেঙে, বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে জানা গিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!