এখন পড়ছেন
হোম > রাজ্য > কালীঘাট কে বড় উপহার মুখ্যমন্ত্রীর- বাদ যাচ্ছে না শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশও

কালীঘাট কে বড় উপহার মুখ্যমন্ত্রীর- বাদ যাচ্ছে না শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশও

জনপ্রতিনিধি হয়তো একেই বলে। সারা রাজ্যের মুখ্যমন্ত্রী হলেও নিজের বিধানসভার উন্নতিতে বদ্ধপরিকর মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাইতো গতকাল “সৌজন্য”-র উদ্বোধনী অনুষ্ঠানেও কালীঘাট নিয়েও শোনালেন নতুন কথা। সূত্রের খবর, রাজ্যের নতুন অতিথিশালা “সৌজন্যর” উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

জানা যায়, নব অতিথিশালার স্থাপত্যের সঙ্গে দিল্লির হায়দারাবাদ হাউজের অনেকাংশেই মিল রয়েছে। মূলত এই অতিথিশালাটি রাজ্যের অতিথি, বিদেশি অভ্যাগত এবং শিল্পের জন্য রাজ্যে আসা বিভিন্ন রাষ্ট্রনায়কদের থাকার জন্যই তৈরি হয়েছে। জমকালো অতিথিশালার বাইরে বাংলা এবং ইংরেজিতে সৌজন্যে লেখাটির পিছনেও রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নিজের বক্তব্যে সে কথা তুলে ধরে এই অতিথিশালা তৈরীর জন্য পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাসকেও অভিনন্দন জানান তিনি।

এদিকে শুধু সৌজন্যের উদ্বোধনই নয়, এই অনুষ্ঠান থেকে রিমোট টিপে ভাঙ্গড় 2, রাজারহাট এবং হাড়োয়া এলাকায় আর্সেনিকমুক্ত পরিস্রুত পানীয় জল প্রকল্পের উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী। জানা যায়, এই প্রকল্পের খরচ হয়েছে প্রায় এক হাজার কোটি টাকা। অন্যদিকে এই অনুষ্ঠান থেকেই দক্ষিণেশ্বরের মত কালীঘাট মন্দিরের সামনেও স্কাইওয়াকের বিষয়টিকে যে ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার সেই ব্যাপারে নিজের বক্তব্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

পাশাপাশি জিঞ্জিরাবাজার-বাটানগর সংযোগকারী প্রায় 7 কিলোমিটার লম্বা ফ্লাইওভার, যাদবপুর, টালিগঞ্জ, শ্যামবাজার সহ শহরের বেশ কয়েকটি জায়গায় নতুন ফ্লাইওভারের কাজ যে শুরু হয়েছে সেই কথাও তুলে ধরেন বঙ্গের প্রশাসনিক প্রধান। এদিন সৌজন্যের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “পরিকাঠামো উন্নয়নের যাবতীয় কাজ সাধারণ মানুষের জন্যই করা হচ্ছে ভবিষ্যতে এই কাজ আরও অগ্রগতি পাবে।” সব মিলিয়ে রাজ্যের উন্নয়নে একগুচ্ছ পদক্ষেপ মুখ্যমন্ত্রীর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!