এখন পড়ছেন
হোম > জাতীয় > কর্ণাটক বিধানসভা নির্বাচন – কি বলছে জনমত সমীক্ষা? কে আসছে ক্ষমতায়?

কর্ণাটক বিধানসভা নির্বাচন – কি বলছে জনমত সমীক্ষা? কে আসছে ক্ষমতায়?


 সামনেই কর্ণাটক নির্বাচন আর সেখানে কে পেতে চলেছে সংখ্যাগরিষ্ঠতা তা নিয়ে জল্পনার শেষ নেই। জিএসডি-বিএসপির জোট বিনা কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপি, কংগ্রেস কোনো দলই নিরঙ্কুশ সখ্য গরিষ্ঠতা পাবে না। ‘সিএসডিএস লোকনীতি’-র জনমত সমীক্ষা অনুযায়ী সম্ভাব্য ভোটার নিরিখে কংগ্রেসের ঝুলিতে ভোট যেতে পারে ৩৭ শতাংশ, বিজেপির ঝুলিতে ৩৫ শতাংশ, জেডিএস জোটের ঝুলিতে ২০ শতাংশ ও অন্যান্যদের ৮ শতাংশ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিকে আসন প্রাপ্তির পর জনমত সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ৮৯ থেকে ৯৫ টি আসন, কংগ্রেস ৮৫ থেকে ৯১ টি, জেডিএস-বিএসপি জোট ৩২ থেকে ৩৮ টি আসন এবং অন্যান্যরা পেতে পারে ৬ থেকে ১২ টি আসন। কর্ণাটক বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতার জন্য ২২৪ টি আসনের মধ্যে অন্তত ১১৩ টি আসন পাওয়া জরুরি। কিন্তু সিদ্দারামাইয়া অথবা ইয়েদুরাপ্পা উভয় শিবিরেরই জেডিএস জোট ছাড়া সরকার গঠন অসম্ভব। আর তাই এক্ষেত্রে ‘কিং মেকার’- ভূমিকা পালন করছে জেডিএস জোট।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!