এখন পড়ছেন
হোম > জাতীয় > কর্ণাটক ফলের আগে জল্পনা বাড়িয়ে আপৎকালীন বৈঠকে বিজেপি শীর্ষ নেতার

কর্ণাটক ফলের আগে জল্পনা বাড়িয়ে আপৎকালীন বৈঠকে বিজেপি শীর্ষ নেতার

অল্প সময়ের অপেক্ষার পরেই জানা যাবে কে হতে চলছেন কর্ণাটক রাজ্যের আগামী পাঁচ বছরের সম্ভাব্য শাসক দল। এই পরিস্থিতিতে আগামী বছরের লোকসভা নির্বাচনের প্রস্তুতির সেরা সময় বলে মনে করছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। নির্বাচন পরবর্তী সমীক্ষায় কেউ কেউ বিজেপি কে প্রাধানয় দিলেও কংগ্রেস দল ও যে পিছিয়ে রয়েছে এমন নয়। সমীক্ষা অনুয়ারী কর্ণাটক বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার সম্ভবনা বেশ কম দুই বিরোধী দল কংগ্রেস এবং বিজেপির। সেই মত অবস্থায় বিজেপিকে সরকার গঠন করতে হলে এইচ ডি দেবগৌড়া’র দল জনতা দল সেকুলার (জেডিএস) এর সমর্থন নিতে হবে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই পরিস্থিতিতে বিজেপি দল জেডিএস’র সমর্থন নিয়ে এই দুই দলের মধ্যে রাজনৈতিক সম্পর্ক সুদৃঢ় করে আগামী লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দল সহ কংগ্রেসের সমন্বয়ে যে অবিজেপি জোট গঠনের সম্ভবনা দেখা দিচ্ছে সেখানে জেডিএস’র যোগদানের প্রবণতা ক্ষীণ করবে সেই বিষয়ে বিশদে ভাবনা চলছে গেরুয়া শিবিরে বলে জানা গেছে। এই জটিলতার উপায় খুঁজতেই ১৫ ই মে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের বৈঠকের আহ্বান করেছেন। কারণ আলোচনার মাধ্যমে তিনি বাস্তব পরিস্থিতির সম্পর্কে ধারণা করতে চাইছেন। দলীয় সূত্রে জানা গেছে একমাস আগে কর্ণাটক বিধানসভা নির্বাচনের একমাস আগে একটি রিপোর্ট তৈরী করেছিলেন এবং এদিনের বৈঠকের পর নির্বাচনোত্তর পরিস্থিতিতে সেই রিপোর্টের কী বদল হয়েছে তা দেখা হবে। এবং যদি দেখা যায় ফলাফল যা আশা করা হয়েছিলো তার থেকেও সঙ্গীন সেই পরিস্থিতিতে সম্পাদকদের কাছ থেকে জবাব দিহি চাওয়া হবে। যদি কর্ণাটকে জোট শক্তি নির্ভর করে সরকার গঠন করতে হয় তাহলে জেডিএস এর সাথে আসন সমঝোতা করা হবে কী না সেই প্রসঙ্গেও এদিনের আলোচনায় স্থির হবে। তবে জেডিএস’র সাথে জোট হলে ঐ দল সুপ্রিমো এইচ ডি দেবগৌড়া’র কিছু শর্ত মেনে নেওয়ার ও প্রস্তাব আসবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও দলীয় সূত্রে জানা গিয়েছে এদিনের বৈঠকে কর্ণাটক বিধানসভা কেন্দ্র এবং প্রতিটি ব্লক নিয়ে আলোচনা হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!