এখন পড়ছেন
হোম > জাতীয় > কর্ণাটক দেখে বিজেপিকে মোক্ষম অস্ত্রে পরাস্ত করতে আসরে কংগ্রেস

কর্ণাটক দেখে বিজেপিকে মোক্ষম অস্ত্রে পরাস্ত করতে আসরে কংগ্রেস


কর্ণাটক দেখে বিজেপিকে মোক্ষম অস্ত্রে পরাস্ত করতে আসরে কংগ্রেস। বড়ো দল হিসাবে সরকার গঠনের জন্য বিজেপিকে আহ্বান জানালেন কর্ণাটকের রাজ্যপাল বাজুভাই বালা। নির্বাচনের ফল বেরোনোর পর দেখা গেছে বিজেপি পেয়েছে ১০৪ টি আসন, কংগ্রেস ৭৮ টি ও জেডিএস ৩৮ টি আসন পেয়েছে। এদিকে বিহার ও গোয়ায় সব থেকে বেশি আসন পেয়েছে কংগ্রেস ও আরজেডি। আর তাই কংগ্রেস ও আরজেডিকে এই দুই রাজ্যের রাজ্যপাল যেন সরকার গঠনের আহ্বান জানায় তার জন্য দাবি জানাচ্ছে এই দুই রাজ্য। জানা গেছে গোয়ার রাজ্যপাল মৃদুলা সিনহার সাথে দেখা করে এবিষয়ে কথা বলতে চলেছে কংগ্রেস। এদিকে বিহারের রাজ্যপাল সত্যপাল মালিকের কাছে আরজেডি নেতা তেজস্বী যাদব তাদের দলের হাতে রাজ্যের শাসনভার তুলে দেওয়ার দাবি জানাতে চলেছেন বলে জানা গেছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

২০১৫ সালে বিহারে বিধানসভা নির্বাচনে ২৪৩ টি আসনের মধ্যে ৮০ টি আসনে জেতে আরজেডি। এরপর আরজেডি ও জেইউডি জোট বেঁধে সরকার গঠন করে। পরে আরজেডি সরকার থেকে বেরিয়ে এলে বিজেপি ও জেইউডি জোট গঠন করে সরকার চালায়। যদিও এখনও পর্যন্ত বিহারে আরজেডিই সবচেয়ে বেশি আসনে জেতা দল। ইতিমধ্যেই গোয়ার কংগ্রেস ইনচার্জ চেল্লা কুমার এক সংবাদ সংস্থাকে জানান, তাঁরা খুব সত্তর সব বিধায়কদের নিয়ে রাজ্যপালের বাড়ি ঘেরাও করবেন এবং রাজ্যপালের সাথে দেখা করবেন। আরজেডি নেতা তেজস্বী যাদব কর্ণাটকের ঘটনা দেখার পর বিহারে নিজেদের দলকে সব থেকে বড়ো দল বলে দাবি করছেন এবং বিজেপি সরকারের বদলে তাদের হাতে সরকারের দায়িত্ব তুলে নেওয়ার দাবি জানিয়েছেন। এমনকি বিহারে কর্ণাটকের ঘটনার প্রতিবাদে ধর্নায় বসবেন বলে জানিয়েছেন তিনি। এদিকে ২০১৭ সালে গোয়ার বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী মোট ৪০ টি আসনের মধ্যে ১৮ টি তে যেতে কংগ্রেস এবং ১২ আসন পে বিজেপি। পরে অবশ্য ১ জন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেয়। কংগ্রেস বেশি আসনে জিতলেও মহারাষ্ট্র গোমন্ত্রক রার্টির ৩জন বিধায়ক, ৩ জন গোয়া ফরওয়ার্ড পার্টির বিধায়ক ও ৩জন নির্দল বিধায়ককে নিয়ে বিজেপি সরকার গঠিত হয় এবং মুখ্যমন্ত্রী হন মনোহর পার্রিকর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!