প্রধানমন্ত্রীর হাত ধরে মাস্টারস্ট্রোক কর্নাটকে, জয়ের স্বপ্ন দেখছে গেরুয়া শিবির জাতীয় রাজ্য May 5, 2018 দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার প্রশংসা শুনে একরকম বিস্মিত কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এই ঘটনায় অন্য রাজনৈতিক অঙ্ক আছে অনুমান করছেন তিনি। মুখ্যমন্ত্রীর মতে, ” বিজেপি আর (জেডিএস)-এর গোপন বোঝাপড়া আছে।” তবে এই বিষয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে মৃদু সমর্থন জানিয়েছেন এর মধ্যে কোনো বোঝাপড়ার প্রশ্ন নেই। কর্ণাটক বিধানসভা নির্বাচনে প্রাক্ সমীক্ষা রিপোর্ট অনুয়ারী দেখা যাচ্ছে রাজ্যে কোনও দল একা সংখ্যাগরিষ্ঠতা পাবে না।তাই জেডিএস কোন দল কে সরকার গড়ার ক্ষেত্রে সমর্থন জানাবে সেই বিষয়ে সংশয় থেকেই যাচ্ছে। সম্প্রতি ঐ রাজ্যে নির্বাচনী প্রচার কার্যে গিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দেবগৌড়ার দলকে বিজেপি-র ‘বি টিম’ বলেছেন। এই প্রশ্নের জবাবে কর্ণাটকে দলীয় প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, “১৫-২০ দিন আগে রাজনৈতিক জনসভায় কংগ্রেস সভাপতি যা বলেছেন তা শুনেছি। শ্রদ্ধেয় দেবগৌড়াজি সম্পর্কে যেভাবে তিনি বলেছেন, এটাই কি আপনাদের সংস্কৃতি? এটা ঔদ্ধত্য। আপনার জীবন (কংগ্রেসের প্রধান হিসেবে) সবে শুরু হয়েছে। দেবগৌড়া দেশের অন্যতম প্রধান নেতা। আপনি তাঁকে অসম্মান করেছেন।’’ আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া মোদির এই বক্তব্য নিয়ে ট্যুইট করে লিখলেন , “আচমকা এইচ ডি দেবগৌড়ার প্রতি মোদির মনে ভালবাসা এবং শ্রদ্ধার উদয় হয়েছে। কিছুদিন আগেই দেবগৌড়াকে মোদি অবসরকালীন বাসস্থানে পাঠানোর কথা বলেছিলেন। তারপর এই নতুন ভালবাসা কি বিজেপি আর জেডিএসের গোপন বোঝাপড়ার লক্ষণ?” মুখ্যমন্ত্রীর এই প্রশ্নের জবাবে এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া বললেন, “কর্ণাটকের একজন মানুষ দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। কীভাবে সেই কন্নড় গর্ব শেষ করছেন সিদ্দারামাইয়া, তা মাথায় রেখে উনি (মোদি) প্রশ্ন তুলেছেন, এভাবেই কি কংগ্রেস কর্ণাটকের মানু্যকে সম্মান জানায়? এর অর্থ কোনও গাটবন্ধন (জোট) নয়।” মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সোস্যাল নেটওয়ার্কিং সাইটে একটি ছবি পোস্ট করেছেন যাতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীকে মাথা নত করে প্রণাম করছেন ইয়েদুরাপ্পা। মোদী এদিন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে পালটা জবাবে সমালোচনা করে বললেন ,”মোদিজি সৌজন্য দেখিয়ে দেবগৌড়াকে বিনামূল্যে উপদেশ দিতেই পারেন। আপনি আপনার মেন্টর এল কে আদবানিকে কেমন শ্রদ্ধা করেন, ২০১৪ সালে এইচডিডি-কে কেমন সৌজন্য দেখিয়েছেন আমরা প্রত্যেকেই তা জানি। ৭৫ বছরের একজন প্রবীণ ব্যক্তি আপনার সামনে নিচু হয়ে রয়েছেন, এতে কেমন সৌজন্য প্রকাশ পাচ্ছে?’’ এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্ট দেখিয়ে কংগ্রেস আজ নির্বাচন কমিশনে গিয়ে বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গের অভিযোগ জানিয়েছে। গত ১৩ ই এপ্রিল তারিখে মুখ্যমন্ত্রী গোপনে পাকিস্তান গিয়েছিলেন জানায় বিজেপি তাদের পূর্বোল্লোখিত পোস্টে । যদিও ঐ পোস্টের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলে জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি বললেন, ‘’হার নিশ্চিত বুঝে কংগ্রেস এখন বিজেপির বিরুদ্ধে অসত্য অভিযোগ আনছে।” আপনার মতামত জানান -